লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল

লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল হচ্ছে একটি ভারতীয় কিংবদন্তি সুরকার দ্বৈত, যা লক্ষ্মীকান্ত শন্তরাম কুডালকর (১৯৩৭-১৯৯৮) ও প্যায়ারেলাল রামপ্রসাদ শর্মা (জন্ম: ১৯৪০) দ্বারা গঠিত। তারা ১৯৬৩ থেকে ১৯৯৮ সাল নাগাদ ৭৫০টিরও অধিক হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা ও সুরারোপ করেছেন, রাজ কাপুর, দেব আনন্দ, বি.আর. চোপড়া, শক্তি সামন্ত, মনমোহন দেসাই, যশ চোপড়া, বনি কাপুর, জে. ওম প্রকাশ, রাজ খোসলা, এল ভি প্রসাদ, সুবাস ঘাই, কে বিশ্বনাথমনোজ কুমার সহ প্রায় সব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন।

লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
লক্ষ্মীকান্ত (বাঁয়ে) - প্যায়ারেলাল (ডানে)
প্রাথমিক তথ্য
আরও যে নামে
পরিচিত
এল-পি, লক্ষ্মী-প্যায়ারে
ধরনফিল্ম স্কোর, ফিউশন মিউজিক
পেশাসুরকার, সংগীত পরিচালক, অর্কাস্ট্রাটর, কনডাক্টর
কার্যকাল১৯৬৩ (1963)–১৯৯৮ (1998)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.