লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালী চিত্রাভিনেত্রী ও রাজনীতিবিদ৷ নৃত্যশিক্ষা করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্করের কাছে৷ কৈশোর থেকেই নানা স্থানে নৃত্য পরিবেশন করা শুরু করেন৷ এরপর বাঙলা চলচ্চিত্র শিল্পে পদর্পণ করেন৷ কখনো নায়িকা আবার কখনো চরিত্রাভিনেত্রী হিসাবে নানা বাঙলা ছায়াছবিতে অভিনয় করেছেন ৷ তার সাম্প্রতিক ছায়াছবিগুলির মধ্যে অপর্ণা সেন পরিচালিত মৃণালিনী অন্যতম৷ এছাড়া ছয় ছুটি ছায়াছবিতে তিনি একজন সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন৷
লকেট চট্টোপাধ্যায় | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩ মে ২০১৯ | |
পূর্বসূরী | রত্না দে |
সংসদীয় এলাকা | হুগলী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লকেট চট্টোপাধ্যায় ৪ ডিসেম্বর ১৯৭৪[1] কলকাতা, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০১৫-বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০১৫ পর্যন্ত) |
দাম্পত্য সঙ্গী | প্রসেনজিৎ ভট্টাচার্য |
সন্তান | ১ ছেলে |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী, সাংসদ |
স্বাক্ষর |
ব্যক্তিগত জীবন
লকেট চট্টোপাধ্যায়ের জন্ম শ্রীরামকৃষ্ণের পরিবারে৷ শৈশব কেটেছে কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরে৷ পিতা প্রয়াত অনিল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ছিলেন ৷ ১৬ বছর বয়সে সমন্ধ করে বিবাহ হয় প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে ৷ বিয়ের পর যোগমায়া কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন ৷
রাজনৈতিক অন্তর্ভুক্তি
লকেট চট্টোপাধ্যায়, ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ৷[2] ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে ৭৩,৩৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রধান মুখ এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ২০ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদারের নিকট চুঁচুড়া কেন্দ্রে হেরেছেন।[3]
তথ্যসূত্র
- "Members : Lok Sabha"। loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- PTI। "Locket Chatterjee replaces Roopa Ganguly as WB BJP Mahila Morcha president"। economictimes.indiatimes.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৭।
- "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"। anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।