র‍ামোন কালদেরন

হোসে রামোন কালদেরন রামোস (জন্ম:২৬ মে ১৯৫১) হলেন একজন স্পেনীয় আইনজীবী এবং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের সাবেক সভাপতি।

রামোন কালদেরন
রিয়াল মাদ্রিদের ১৬তম সভাপতি
কাজের মেয়াদ
২ জুলাই ২০০৬  ১৬ জানুয়ারি ২০০৯
পূর্বসূরীফ্লোরেন্তিনো পেরেজ
ফার্নান্দো মার্টিন আলভারেজ (অনানুষ্ঠানিক)
লুইস গোমেজ (ভারপ্রাপ্ত)
উত্তরসূরীভিসেন্তে বালুদা
ব্যক্তিগত বিবরণ
জন্মহোসে রামোন কালদেরন রামোস
(1951-05-26) ২৬ মে ১৯৫১
পালেন্সিয়া, স্পেন
জাতীয়তাস্পেনীয়
বাসস্থানমাদ্রিদ, স্পেন
প্রাক্তন শিক্ষার্থীইউনিভার্সিটি অফ নাভারে
পেশাআইনজীবী
যে জন্য পরিচিতরিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি

রিয়াল মাদ্রিদ

২ জুলাই ২০০৬ তারিখে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হন।তার ৮৩৪৪ ভোটের বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুয়ান পালাসিওস পান ৮০৯৮[1]

কিন্তু কিছু অভিযোগের কারণে ২ জানুয়ারি ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।তার পরিবর্তে স্বল্প সময়ের জন্য স্থালাভিষিক্ত হন তৎকালীন সহ-সভাপতি ভিসেন্তে বালুদা।পরে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ

তথ্যসূত্র

  1. "Archived copy"। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.