রোমিও বনাম জুলিয়েট

রোমিও বনাম জুলিয়েট হচ্ছে একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার রোমাঞ্চকর-নাট্য চলচ্চিত্র। যৌথভাবে প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অশোক পতি এবং অভিনয় করেছেন অঙ্কুশ হাজরামাহিয়া মাহী[1] চলচ্চিত্রটি ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মুক্তি পায়।[2]

রোমিও বনাম জুলিয়েট
রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅশোক পতি
প্রযোজক
রচয়িতা
  • সুদীপ্ত সরকার
  • পেলে ভট্টাচার্য
চিত্রনাট্যকার
  • সুদীপ্ত সরকার
  • পেলে ভট্টাচার্য
উৎসসিং বনাম কর
শ্রেষ্ঠাংশে
সুরকার
সম্পাদক
  • সুদীপ্ত সরকার
  • এম. সুস্মিত
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ১৬ জানুয়ারি ২০১৫ (2015-01-16)
দেশ
ভাষাবাংলা

অভিনয়

সঙ্গীত

রোমিও বনাম জুলিয়েট
স্যাভি গুপ্তআকাশ সেন কর্তৃক সঙ্গীত
মুক্তির তারিখ২৫ ডিসেম্বর ২০১৪ (2014-12-25)
শব্দধারণের সময়২০১৪
ঘরানাপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গীত
দৈর্ঘ্য২০:১০
সঙ্গীত প্রকাশনীএসকে মুভিজ
প্রযোজকঅশোক ধানুকাআব্দুল আজিজ
স্যাভি গুপ্ত কালক্রম
যোদ্ধা: দ্য ওয়ারিয়র
(২০১৪)
রোমিও বনাম জুলিয়েট
(২০১৪)
একলা চল
(২০১৫)
আকাশ সেন কালক্রম
অ্যাকশন
(২০১৪)
রোমিও বনাম জুলিয়েট
(২০১৫)

চলচ্চিত্রটির আবহ সঙ্গীত রচনা করেছেন স্যাভি গুপ্তআকাশ সেন

নংগানগায়কসময়সঙ্গীতলেখক
১."বেখেয়ালি মনে"সাদাব হাশমি৪:৩৫স্যাভিরিদ্ধি বড়ুয়া/স্যাভি
২."আমি তোমার রোমিও তুমি আমার জুলিয়েট"আকাশ৩:১৬আকাশপ্রিয় চট্টোপাধ্যায়
৩."মাহিয়া মাহিয়া"অরিন্দম চক্রবর্তী৩:৪৮স্যাভিস্যাভি
৪."সোহাগ চাঁদ বদনি"আকশ৩:৩৩আকাশপ্রিয় চট্টোপাধ্যায়
৫."সাইয়ান"জুবিন গার্গ, আকৃতি কক্কর৪:৫৯স্যাভিপ্রসেন

তথ্যসূত্র

  1. "রোমিও ভার্সেস জুলিয়েট"প্রথম আলো। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪
  2. "রোমিও বনাম জুলিয়েট"প্রথম আলো

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.