রোমানিয়া জাতীয় ফুটবল দল

রোমানিয়া জাতীয় ফুটবল দল (রোমানীয়: Echipa națională de fotbal a României, ইংরেজি: Romania national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রোমানিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম রোমানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রোমানীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২২ সালের ৮ই জুন তারিখে, রোমানিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তৎকালীন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত উক্ত ম্যাচে রোমানিয়া যুগোস্লাভিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

রোমানিয়া
দলের লোগো
ডাকনামত্রিকলরি (ত্রিরং)
অ্যাসোসিয়েশনরোমানীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচমিরেল রাদোই
অধিনায়কভ্লাদ কিরিকেশ
সর্বাধিক ম্যাচদোরিনেল মুন্তেয়ানো (১৩৪)
শীর্ষ গোলদাতাগেওর্গে হাজি
আদ্রিয়ান মুতু (৩৫)
মাঠবিভিন্ন
ফিফা কোডROU
ওয়েবসাইটwww.frf.ro
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪৮ হ্রাস ১ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ(সেপ্টেম্বর ১৯৯৭)
সর্বনিম্ন৫৭ (ফেব্রুয়ারি ২০১১, সেপ্টেম্বর ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫২ হ্রাস ৭ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ(জুন ১৯৯০)
সর্বনিম্ন৪৯ (১০ জুন ২০১৭[3])
প্রথম আন্তর্জাতিক খেলা
 যুগোস্লাভিয়া ১–২ রোমানিয়া 
(বেলগ্রেড, যুগোস্লাভিয়া; ৮ জুন ১৯২২)
বৃহত্তম জয়
 রোমানিয়া ৯–০ ফিনল্যান্ড 
(বুখারেস্ট, রোমানিয়া; ১৪ অক্টোবর ১৯৭৩)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ৯–০ রোমানিয়া 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ৬ জুন ১৯৪৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ৭ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (১৯৯৪)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৫ (১৯৮৪-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০০০)

ত্রিকলরি নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিরেল রাদোই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাসসুওলোর রক্ষণভাগের খেলোয়াড় ভ্লাদ কিরিকেশ

রোমানিয়া এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৪ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সুইডেনের এর সাথে ২–২ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৫–৪ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রোমানিয়া এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০০০-এ কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইতালির কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

দোরিনেল মুন্তেয়ানো, গেওর্গে হাজি, গেওর্গে পোপেস্কু, আদ্রিয়ান মুতু এবং চিপ্রিয়ান মারিকার মতো খেলোয়াড়গণ রোমানিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে রোমানিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৫৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে রোমানিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫ম (যা তারা ১৯৯০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৬হ্রাস  ইকুয়েডর১৪৫২.৬৩
৪৭বৃদ্ধি  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৪৪৯.৪৮
৪৮হ্রাস  রোমানিয়া১৪৪৬.৫৪
৪৯বৃদ্ধি  সৌদি আরব১৪৪৪.৬৯
৫০অপরিবর্তিত  প্যারাগুয়ে১৪৪৩.৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫০বৃদ্ধি ১০  উত্তর মেসিডোনিয়া১৬৬৩
৫১হ্রাস  কাতার১৬৬২
৫২হ্রাস  রোমানিয়া১৬৫৫
৫৩হ্রাস ১২  নাইজেরিয়া১৬৪৬
৫৪বৃদ্ধি  বলিভিয়া১৬৩৪
৫৪বৃদ্ধি ১০  সৌদি আরব১৬৩৪

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০গ্রুপ পর্ব৮মআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
ইতালি ১৯৩৪১৬ দলের পর্ব১২তম
ফ্রান্স ১৯৩৮১৬ দলের পর্ব৯মমিশরের প্রত্যাহার
ব্রাজিল ১৯৫০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
সুইজারল্যান্ড ১৯৫৪উত্তীর্ণ হয়নি
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২প্রত্যাহার
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০গ্রুপ পর্ব১১তম
পশ্চিম জার্মানি ১৯৭৪উত্তীর্ণ হয়নি১৭
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬১২
ইতালি ১৯৯০১৬ দলের পর্ব১২তম১০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪কোয়ার্টার-ফাইনাল৬ষ্ঠ১০১০২৯১২
ফ্রান্স ১৯৯৮১৬ দলের পর্ব১১তম১০৩৭
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি১০১২১০
জার্মানি ২০০৬১২২০১০
দক্ষিণ আফ্রিকা ২০১০১০১২১৮
ব্রাজিল ২০১৪১২২১১৬
রাশিয়া ২০১৮১০১২১০
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটকোয়ার্টার-ফাইনাল৭/২১২১৩০৩২১২৮৬৭২৭৩৪২২৫১৩৪

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "World Football Elo Ratings: Romania"eloratings.net। ১০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.