রোনাল্দ আরাউহো
রোনাল্দ ফ্রেদেরিকো আরাউহো দা সিলভা (জন্মঃ ৭ মার্চ, ১৯৯৯) একজন উরুগুইয়ান পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় লা লিগার দল বার্সেলোনা এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রোনাল্দ ফ্রেদেরিকো আরাউহো দা সিলভা | ||
জন্ম | ৭ মার্চ ১৯৯৯ | ||
জন্ম স্থান | রিভেরা, উরুগুয়ে | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায় | |||
২০১২–২০১৫ | হুরাকিয়ান দে রিভেরা | ||
২০১৫–২০১৬ | রেন্তিস্তাস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬–২০১৭ | রেন্তিস্তাস | ১৭ | (৭) |
২০১৭–২০১৮ | বস্তোন রিভার | ২৭ | (০) |
২০১৮–২০২০ | বার্সেলোনা বি | ৪২ | (৬) |
২০১৯– | বার্সেলোনা | ৩০ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৯ | উরুগুয়ে অনূর্ধ্ব-১৮ | ৬ | (১) |
২০১৮–২০১৯ | উরুগুয়ে অনূর্ধ্ব-২০ | ১২ | (২) |
২০২০– | উরুগুয়ে | ১ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ অক্টোবর ২০২০ তারিখ অনুযায়ী সঠিক। |
পরিসংখ্যান
ক্লাব
- ২৪ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোলs | উপস্থিতি | গোল | |||
রেন্তিস্তাস | ২০১৬ | ৩ | ১ | – | – | – | ৩ | ১ | ||||
২০১৭ | ১৪ | ৬ | – | – | – | ১৪ | ৬ | |||||
মোট | ১৭ | ৭ | – | – | – | ১৭ | ৭ | |||||
বস্তোন রিভার | ২০১৭ | ৯ | ০ | – | – | – | ৯ | ০ | ||||
২০১৮ | ১৮ | ০ | – | ৪ | ০ | – | ২২ | ০ | ||||
মোট | ২৭ | ০ | – | ৪ | ০ | – | ৩১ | ০ | ||||
বার্সেলোনা বি | ২০১৮–১৯ | ২২ | ৩ | – | – | – | ২২ | ৩ | ||||
২০১৯–২০ | ২০ | ৩ | – | – | ২ | ০ | ২২ | ৩ | ||||
মোট | ৪২ | ৬ | – | – | ২ | ০ | ৪৪ | ৬ | ||||
বার্সেলোনা | ২০১৯–২০ | ৬ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৬ | ০ | |
২০২০–২১ | ২৪ | ২ | ৪ | ০ | ৩ | ০ | ২ | ০ | ৩৩ | ২ | ||
২০২১–২২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ||
মোট | ৩০ | ২ | ৪ | ০ | ৩ | ০ | ২ | ০ | ৩৯ | ২ | ||
সর্বমোট | ১১৬ | ১৫ | ৪ | ০ | ৭ | ০ | ৪ | ০ | ১৩১ | ১৫ |
সম্মাননা
তথ্যসূত্র
- সকারওয়েতে রোনাল্দ আরাউহো (ইংরেজি)
- Lowe, Sid (১৭ এপ্রিল ২০২১)। "Messi stars as Barcelona thrash Athletic Bilbao to lift Copa del Rey"। The Guardian। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.