রোনাল্ড ড্রাপার

রোনাল্ড জর্জ ড্রাপার (ইংরেজি: Ronald Draper; জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯২৬) কেপ প্রদেশের আউটশুর্ন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

রোনাল্ড ড্রাপার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরোনাল্ড জর্জ ড্রাপার
জন্ম (1926-12-24) ২৪ ডিসেম্বর ১৯২৬
আউটশুর্ন, কেপ প্রদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান, মাঝে-মধ্যে উইকেট-রক্ষক
সম্পর্কএরল ড্রাপার (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৭৫)
১০ ফেব্রুয়ারি ১৯৫০ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩ মার্চ ১৯৫০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৫/৪৬ - ১৯৪৯/৫০ইস্টার্ন প্রভিন্স
১৯৫০/৫১ - ১৯৫৯/৬০গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৮
রানের সংখ্যা ২৫ ৩২৯০
ব্যাটিং গড় ৮.৩৩ ৪১.৬৪
১০০/৫০ ০/০ ১১/১১
সর্বোচ্চ রান ১৫ ১৭৭
বল করেছে ৩২
উইকেট
বোলিং গড় ২৭.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৩২/১০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ অক্টোবর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্সগ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন রোনাল্ড ড্রাপার

প্রথম-শ্রেণীর ক্রিকেট

পোর্ট এলিজাবেথের গ্রে হাইস্কুলে অধ্যয়ন করেছেন রোনাল্ড ড্রাপার।[1] ১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত রোনাল্ড ড্রাপারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

নিজস্ব ১৯শ জন্মদিনে ইস্টার্ন প্রভিন্সের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ডিসেম্বর, ১৯৪৫ সালে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলার সর্বোচ্চ রান তুলেন।[2] ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ইস্টার্ন প্রভিন্সের পক্ষে উইকেট-রক্ষণের দিকে ঝুঁকে পড়েন। তবে, এ দায়িত্বে তিনি খেলোয়াড়ী জীবনের পুরোটা সময় অনিয়মিতভাবে পালন করতেন।

১৯৫২-৫৩ মৌসুমের প্রথম দুই খেলায় গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের সদস্যরূপে ব্যাটিং উদ্বোধনে নেমেছিলেন। রোডেশিয়ার বিপক্ষে ১৪৫ ও ৮ রান করেছিলেন তিনি।[3] বর্ডারের বিপক্ষে ১২৯ ও ১৭৭ রান করেন।[4] এরফলে, কারিকাপের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।[5] দুই খেলায় সেঞ্চুরি করার প্রাক্কালে উভয়ে ক্ষেত্রেই প্রথমদিনের মধ্যাহ্নবিরতির পূর্বে করেছিলেন তিনি।[6] এগুলোই প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার সর্বশেষ সেঞ্চুরি ছিল। ১৯৫৯-৬০ মৌসুমে ট্রান্সভাল বি দলের বিপক্ষে সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। গ্রিকুয়াল্যান্ডে ওয়েস্টের প্রথম ইনিংসে সংগৃহীত ৭৭ রানের মধ্যে তার অবদান ছিল ৩৯।[7]

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন রোনাল্ড ড্রাপার। ১০ ফেব্রুয়ারি, ১৯৫০ তারিখে জোহেন্সবার্গে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৩ মার্চ, ১৯৫০ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৪৯-৫০ মৌসুমে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকা গমন করে। সফরকারী দলের বিপক্ষে উইকেট-রক্ষক হিসেবে খেলার জন্যে মনোনীত হন। এর কয়েক সপ্তাহ পর ইস্টার্ন প্রভিন্সের সদস্যরূপে অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজের প্রথম তিন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর চতুর্থ টেস্টের জন্যে দল নির্বাচকমণ্ডলী পাঁচজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে। তন্মধ্যে রোনাল্ড ড্রাপারসহ চারজনের টেস্ট অভিষেক পর্ব একযোগে সম্পন্ন হয়। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। মাত্র ১৫ রান তুললেও খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল। তাসত্ত্বেও, পঞ্চম টেস্ট খেলার জন্যে তাকে দলে রাখা হয়। ৭ ও ৩ রান করেন। খেলায় তার দল ইনিংস ব্যবধানে পরাভূত হয়েছিল।[8] এরপর আর তাকে টেস্ট আঙ্গিনায় খেলতে দেখা যায়নি। তবে, এরপরও আরও কয়েকবছর কারি কাপে অংশ নিয়েছিলেন।

ব্যক্তিগত জীবন

তার কনিষ্ঠ ভ্রাতা এরল ড্রাপার ১৯৫১-৫২ মৌসুমে ইস্টার্ন প্রভিন্স ও ১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের পক্ষে খেলেছেন।

তথ্যসূত্র

  1. "Sports offered - cricket"। Grey High School। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫
  2. "Eastern Province v Orange Free State 1945-46"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫
  3. "Rhodesia v Griqualand West 1952-53"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫
  4. "Griqualand West v Border 1952-53"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫
  5. The Cricketer, 16 May 1953, p. 154.
  6. Christopher Martin-Jenkins, The Complete Who's Who of Test Cricketers, Rigby, Adelaide, 1983, p. 282.
  7. "Griqualand West v Transvaal B 1959-60"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫
  8. Wisden 1951, pp. 788-98.

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.