রোনালদিনহো

রোনালদিনহো (Ronaldinho) হলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ইদানীং কালের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবে তিনি স্বীকৃত। তিনি স্পেনের বার্সেলোনা ক্লাবে খেলতেন।

রোনালদিনহো
২০১৩ সালে রোনালদিনহো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোনালদো ডে আসিস মোরেরা (Ronaldo de Assis Moreira)
জন্ম (1980-03-21) ২১ মার্চ ১৯৮০
জন্ম স্থান পোর্তো আলেগ্রে, ব্রাজিল
উচ্চতা ১.৮১ মি (৫ ফু ১১ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মিডফিল্ডার বা আক্রমণকারী মিডফিল্ডার/ ফরোয়ার্ড
যুব পর্যায়
১৯৮৭-১৯৯৮ গ্রেমিও Grêmio
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৮-২০০১ গ্রেমিও ফুটবল ক্লাবGrêmio ৫২ (২১)
২০০১-২০০৩ Paris Saint-Germain ৫৫ (১৭)
২০০৩-২০০৮ ফুটবল ক্লাব বার্সেলোনা ১৪৫ (৭০)
২০০৮-২০১১ এসি মিলান ৭৬ (২০)
২০১১-২০১২ ফ্লামেংগো ফুটবল ক্লাব ৩৩ (১৫)
২০১২-২০১৪ মিনেরো অ্যাথলেটিক ক্লাব ৪৮ (১৭)
২০১৪-২০১৫ কোয়েটেরো ২৫ (৮)
২০১৫ ফ্লুমিনেস (০)
জাতীয় দল
১৯৯৬ Brazil U17 (২)
১৯৯৯ Brazil U20 (৩)
১৯৯৯-২০০৮ Brazil U23 ২৭ (১৮)
১৯৯৯-২০১৩ ব্রাজিল ফুটবল দল ৯৭ (৩৩)
অর্জন ও সম্মাননা
 ব্রাজিল-এর প্রতিনিধিত্বকারী
Olympic Games
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান2008 BeijingOlympic Team
FIFA World Cup
বিজয়ী2002 Korea & JapanNational Team
FIFA Confederations Cup
বিজয়ী2005 GermanyNational Team
রানার-আপ1999 MexicoNational Team
Copa América
বিজয়ী1999 ParaguayNational Team
South American U-20 Championship
তৃতীয় স্থান1999 ArgentinaU-20 Team
FIFA U-17 World Cup
বিজয়ী1997 EgyptU-17 Team
South American U-17 Championship
বিজয়ী1997 ParaguayU-17 Team
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 06:40, 29 September 2015 (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ এপ্রিল, ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি বেশিরভাগ সময় আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি তার ক্যারিয়ারে ইউরোপীয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, বার্সেলোনা এবং মিলানে খেললেও তিনি মূলত ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তিনি প্রায়ই তার সময়ের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। রোনালদিনহো দুইটি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার এবং একটি ব্যালন ডি অর পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

  1. "Ronaldinho"goal.com। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৪
পূর্বসূরী
আন্দ্রেই শেভচেঙ্কো
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার
২০০৫
উত্তরসূরী
ফাবিও কান্নাভারো
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.