রোড (চলচ্চিত্র)

রোড রাম গোপাল বর্মা প্রযোজিত ও রজত মুখার্জী পরিচালিত ২০০২ সালের ভারতীয় হিন্দি ভাষার পথ থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করে মনোজ বাজপেয়ী, বিবেক ওবেরয়, ও অন্তরা মালী[1][2] বাড়ি থেকে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা অরবিন্দ (বিবেক ওবেরয়) ও লক্ষ্মী (অন্তরা মালী) দিল্লি থেকে যোধপুর যাওয়ার পথে এক হাইওয়েতে পাগল (বিজয় রাজ) ও হিচিকার বাবু (মনোজ বাজপেয়ী), যে কিনা ধারাবাহিক চিত্তবিকারগ্রস্থ খুনী হিসেবে হাজির হয়, বুদ্ধিমান ট্রাকচালক ইন্দরপাল (মকরন্দ দেশপাণ্ডে) এবং দায়িত্বজ্ঞানহীন পাগলাটে পুলিশের (সায়াজী শিন্দে) সাথে সাক্ষাৎ হয়।[3]

রোড
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরজত মুখার্জী
প্রযোজকরাম গোপাল বর্মা
রচয়িতারাজনিশ ঠাকুর
শ্রেষ্ঠাংশে
সুরকারসন্দেশ সান্দিল্যা
অমর মহিলে
নিতিন রাইকর (আবহ)
চিত্রগ্রাহকসুদীপ চ্যাটার্জী
সম্পাদকচন্দন অরোরা
পরিবেশকবর্মা কর্পোরেশন লিমিটেড
মুক্তি
  • ২৭ সেপ্টেম্বর ২০০২ (2002-09-27)
দৈর্ঘ্য১৩৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়শিল্পীদল

সঙ্গীত

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."রোড কে হর মোড় পে"গ্যারি লয়ার ও তনিষ্ঠা 
২."মখমলি ইয়ে বদন"সঞ্জিবনী ও সোনু নিগম 
৩."রাস্তে রাস্তে"সুনিধি চৌহানবিনোদ রাঠোড় 
৪."খুল্লাম খুল্লা প্যায়ার"সোনু নিগম ও সুনিধি চৌহান 
৫."তুফান সা জোর হ্যায় হাম মেঁ"সুনিধি চৌহান ও কৃষ্ণকুমার কুন্নথ 
৬."পেহলি নজর মেঁ"মোহিত চৌহান ও সুনিধি চৌহান 
৭."রোড রেজ: যন্ত্রসঙ্গীত"  

তথ্যসূত্র

  1. "Movies: The Rediff Review: Road"রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১
  2. "Planet-Bollywood - Film Review - Road"প্ল্যানেট বলিউড। ৩১ অক্টোবর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১
  3. "Road Ke Har Mod Pe Lyrics, Road Ke Har Mod Pe Song, Lyrics and Songs of Movie - Road"হোয়ারইনসিটি। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.