রোজম্যারি হ্যারিস

রোজম্যারি অ্যান হ্যারিস (ইংরেজি: Rosemary Ann Harris; জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯২৭)[1] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। ১৯৪৮ সালে তিনি মঞ্চে তার অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫২ সালে ব্রডওয়ে মঞ্চে তার অভিষেক হয়। নিউ ইয়র্ক মঞ্চে তার কাজের জন্য তিনি চারবার ড্রামা ডেস্ক পুরস্কার জয় করেন এবং নয়বার টনি পুরস্কারের মনোনয়ন হতে দ্য লায়ন ইন উইন্টার নাটকে অভিনয়ের জন্য একবার মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এই পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়।

রোজম্যারি হ্যারিস
Rosemary Harris
২০০৭ সালে স্পাইডার-ম্যান ৩-এর উদ্বোধনী প্রদর্শনীতে হ্যারিস
জন্ম
রোজম্যারি অ্যান হ্যারিস

(1927-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯২৭
অ্যাশবি-ডে-লা-জুখ, লেস্টারশায়ার, ইংল্যান্ড
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৮-২০১৫

টেলিভিশনে তিনি ১৯৭৪ সালের টিভি ধারাবাহিক নটরিয়াস ওম্যান-এ অভিনয় করে একটি এমি পুরস্কার লাভ করেন এবং ১৯৭৮ সালের মিনি ধারাবাহিক হলোকাস্ট-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে তিনি ১৯৮৩ সালের দ্য প্লাউম্যান্‌স লাঞ্চ-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৯৪ সালের টম অ্যান্ড ভিভ-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

  1. "Rosemary Harris Biography (1930?-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.