রেসো এক্সপ্রেস রেজিওনাল

রেজো এক্সপ্রেস রেজিওনাল (ফরাসি: Réseau Express Régional, RER এর.ও.এর) ফ্রান্সের রাজধানী প্যারিস ও তার আশেপাশের শহরতলীকে সেবা প্রদানকারী একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। এটি পাঁচটি লাইন (A, B, C, D এবং E) ও ২৫৮টি স্টেশন নিয়ে গঠিত। ৩৩টি স্টেশন প্যারিস শহরের ভেতরে পড়েছে। ব্যবস্থাটির মোট রেলপথের দৈর্ঘ্য ৫৮৭ কিলোমিটার, যার মধ্যে ৭৬.৫ কিলোমিটার ভূগর্ভে অবস্থিত। প্রতি বছর এটি ৬৫ কোটিরও বেশি যাত্রী পরিবহন করে।[1]

এর.ও.এর-এর প্রতীক
এর.ও.এর বি লাইন, লা প্লেন–স্তাদ দো ফ্রঁস

তথ্যসূত্র

  1. Les transports en commun ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০০৯ তারিখে, edition 2005-2006, Mairie de Paris.

    আরও দেখুন

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.