রেনাতো আউগস্তো
রেনাতো সোয়ারেস দে অলিভেইরা আউগস্তো, বা সহজভাবে রেনাতো আউগস্তো (ব্রাজিলীয় পর্তুগিজ: [ʁeˈnatu awˈɡustu]; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি চাইনিজ ক্লাব বেইজিং গুয়ান এবং ব্রাজিল জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রেনাতো সোয়ারেস দে অলিভেইরা আউগস্তো | ||
জন্ম | ৮ ফেব্রুয়ারি ১৯৮৮ | ||
জন্ম স্থান | রিও দি জেনেরিও, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেইজিং গুয়ান | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
২০০১–২০০৫ | ফ্লামেঙ্গো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০০৮ | ফ্লামেঙ্গো | ৫৫ | (২) |
২০০৮–২০১২ | বায়ার লেভারকুজেন | ১০১ | (৯) |
২০১২–২০১৬ | করিন্থিয়ান্স | ৭৫ | (৭) |
২০১৬– | বেইজিং গুয়ান | ৫১ | (৮) |
জাতীয় দল‡ | |||
২০০৫ | ব্রাজিল অনূর্ধ্ব-১৭ | ৪ | (১) |
২০০৭ | ব্রাজিল অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০১৬ | ব্রাজিল অলিম্পিক | ৬ | (০) |
২০১১– | ব্রাজিল | ২৮ | (৫) |
অর্জন ও সম্মাননা | |||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৫ সালের ১৭ই নভেম্বর তারিখে, আউগস্তো ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে পেরুর বিরুদ্ধে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন, উক্ত খেলাত ব্রাজিল ৩–০ গোলে জয়লাভ করে।[1] তিনি ২০১৬ কোপা আমেরিকা এবং ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন।
সম্মাননা
ক্লাব
- ফ্লামেঙ্গো
- কোপা দো ব্রাজিল: ২০০৬
- তাকা গুনাবারা: ২০০৭, ২০০৮
- রিও দি জেনেরিও রাজ্য লিগ: ২০০৭, ২০০৮
- করিন্থিয়ান্স
- সাও পাওলো রাজ্য লিগ: ২০১৩
- রেকোপা সুদামেরিকানা: ২০১৩
- কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ: ২০১৫
তথ্যসূত্র
- "Família e perfil torcedor 'blindam' revelação do Flamengo" (Portuguese ভাষায়)। Pele.net। ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Augusto, Renato"। National Football Teams। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬।
- "Vencedores do Prêmio Craque do Brasileirão 2015" (Portuguese ভাষায়)। Confederação Brasileira de Futebol। নভেম্বর ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৮, ২০১৫।
বহিঃসংযোগ
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রেনাতো আউগস্তো (ইংরেজি)
- সকারওয়েতে রেনাতো আউগস্তো (ইংরেজি)
- গার্ডিয়ানে রেনাতো আউগস্তো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে
- A name to remember: Renato Augusto
- দ্যফাইনালবল.কমে রেনাতো আউগস্তো
- ফুসবালডাটেন.ডিইতে রেনাতো আউগস্তো (জার্মান)
টেমপ্লেট:বেইজিং গুয়ান এফ.সি. দল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.