রেনাতো আউগস্তো

রেনাতো সোয়ারেস দে অলিভেইরা আউগস্তো, বা সহজভাবে রেনাতো আউগস্তো (ব্রাজিলীয় পর্তুগিজ: [ʁeˈnatu awˈɡustu]; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি চাইনিজ ক্লাব বেইজিং গুয়ান এবং ব্রাজিল জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

রেনাতো আউগস্তো
২০১৬ সালের অলিম্পিকে রেনাতো আউগস্তো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রেনাতো সোয়ারেস দে অলিভেইরা আউগস্তো
জন্ম (1988-02-08) ৮ ফেব্রুয়ারি ১৯৮৮
জন্ম স্থান রিও দি জেনেরিও, ব্রাজিল
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেইজিং গুয়ান
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০১–২০০৫ ফ্লামেঙ্গো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৮ ফ্লামেঙ্গো ৫৫ (২)
২০০৮–২০১২ বায়ার লেভারকুজেন ১০১ (৯)
২০১২–২০১৬ করিন্থিয়ান্স ৭৫ (৭)
২০১৬– বেইজিং গুয়ান ৫১ (৮)
জাতীয় দল
২০০৫ ব্রাজিল অনূর্ধ্ব-১৭ (১)
২০০৭ ব্রাজিল অনূর্ধ্ব-২০ (০)
২০১৬ ব্রাজিল অলিম্পিক (০)
২০১১– ব্রাজিল ২৮ (৫)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৫ সালের ১৭ই নভেম্বর তারিখে, আউগস্তো ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে পেরুর বিরুদ্ধে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন, উক্ত খেলাত ব্রাজিল ৩–০ গোলে জয়লাভ করে।[1] তিনি ২০১৬ কোপা আমেরিকা এবং ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন।

আন্তর্জাতিক

৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
জাতীয় দলসালউপস্থিতিগোল
ব্রাজিল
২০১১
২০১৫
২০১৬১২
২০১৭
সর্বমোট২৩

সম্মাননা

ক্লাব

ফ্লামেঙ্গো
  • কোপা দো ব্রাজিল: ২০০৬
  • তাকা গুনাবারা: ২০০৭, ২০০৮
  • রিও দি জেনেরিও রাজ্য লিগ: ২০০৭, ২০০৮
করিন্থিয়ান্স
  • সাও পাওলো রাজ্য লিগ: ২০১৩
  • রেকোপা সুদামেরিকানা: ২০১৩
  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ: ২০১৫

আন্তর্জাতিক

ব্রাজিল অলিম্পিক

ব্যক্তিগত

  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ সেরা খেলোয়াড়: ২০১৫[3]
  • কেম্পিওনাতো ব্রাসিলেইরা সিরি এ বছরের সেরা দল: ২০১৫[3]
  • বোলা দে অউরো: ২০১৫

তথ্যসূত্র

  1. "Família e perfil torcedor 'blindam' revelação do Flamengo" (Portuguese ভাষায়)। Pele.net। ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "Augusto, Renato"। National Football Teams। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬
  3. "Vencedores do Prêmio Craque do Brasileirão 2015" (Portuguese ভাষায়)। Confederação Brasileira de Futebol। নভেম্বর ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৮, ২০১৫

বহিঃসংযোগ

টেমপ্লেট:বেইজিং গুয়ান এফ.সি. দল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.