রেচল কারসন

রেচল লুইজ কারসন (ইংরেজি: Rachel Louise Carson) (২৭শে মে, ১৯০৭ - ১৪ই এপ্রিল, ১৯৬৪) ছিলেন একজন মার্কিন সামুদ্রিক জীববিজ্ঞানী এবং নিসর্গ লেখক, যার লেখার মাধ্যমে পৃথিবীর পরিবেশ আন্দোলন বেগবান হয়েছে।

রেচল লুইজ কারসন
রেচল লুইজ কারসন, ১৯৪০ Fish & Wildlife Service employee photo
রেচল লুইজ কারসন, ১৯৪০
Fish & Wildlife Service employee photo
জন্ম(১৯০৭-০৫-২৭)২৭ মে ১৯০৭
স্প্রিংডেল, পেনসিলভেনিয়া
মৃত্যুএপ্রিল ১৪, ১৯৬৪(1964-04-14) (বয়স ৫৬)
সিলভারস্প্রিং, ম্যারিল্যান্ড
পেশাসামুদ্রিক জীববিজ্ঞানী, লেখক
জাতীয়তামার্কিনী
সময়কাল১৯৩৭–১৯৬৪
ধরননিসর্গমূলক রচনা
বিষয়সামুদ্রিক জীববিজ্ঞান, বাস্তুবিদ্যা, কীটনাশক
উল্লেখযোগ্য রচনাবলিসাইলেন্ট স্প্রিং

কারসন ইউ এস ব্যুরো অব ফিশারিজে জীববিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫০ থেকে তিনি পুরোপুরি ভাবে প্রকৃতি সংক্রান্ত লেখালেখিতে মনোনিবেশ করেন।

১৯৫০ এর দশকের শেষ রাসায়নিক কীটনাশকসমূহের পরিবেশ-ধ্বংসকারী প্রভাব সম্পর্কে মনোযোগী হন যার ফলাফল ছিল তার বিখ্যাত বই সাইলেন্ট স্প্রিং (নীরব বসন্ত)-এর প্রকাশ, যা আমেরিকায় পরিবেশ রক্ষা বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করে।

সাইলেন্ট স্প্রিং আমেরিকার জাতীয় কীটনাশক নীতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে - এ বইটি প্রকাশিত হবার পর আমেরিকার সর্বত্র ডি.ডি.টি ও অন্যান্য কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ হয়। এই বইটি তৃণমূল পর্যায়ে পরিবেশ আন্দোলন উদ্দীপ্ত করে এবং পরিবেশ সংরক্ষণ এজেন্সির সূত্রপাত ঘটায়। কারসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার কর্তৃক মরণোত্তর প্রেসিডেনশিয়াল মেডেল অব অনারে ভূষিত হন।

বহিঃসংযোগ

Carson-related organizations

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.