রূপনগর জেলা

রূপনগর জেলা ভারতের পাঞ্জাবের ২২টি জেলার মধ্যে একটি জেলা। কথিত আছে রূপনগর শহরটি (সাবেক রূপর বা রোপর) ১১শ শতকের রাজা রোকেশ্বর প্রতিষ্ঠা করেন এবং তাঁর ছেলে রূপসেনের নামে নামকরণ করেন। এটি প্রাচীন ইন্দাস উপত্যকা সভ্যতার একটি শহর। রূপর জেলার প্রধান শহরগুলো হল মরিন্দা, নাঙ্গালআনন্দপুর সাহিব। মরিন্দা "বাগানের" বাঘওয়ালা। মরিন্দা চন্দীগড়, ভারত- লুধিয়ানা মহাসড়কে অবস্থিত। নাঙ্গালের বক্র বাঁধ পার্শ্ববর্তী হিমাচল প্রদেশ রাজ্যের সীমানায় অবস্থিত। গুরুদুয়ারা শ্রী হরগোবিন্দ সাহিবের জন্য দধি গ্রামটি গুরুত্বপূর্ণ।

রূপনগর জেলা
জেলা
ভারতের পাঞ্জাবে অবস্থান
স্থানাঙ্ক: ৩০.৯৭° উত্তর ৭৬.৫১° পূর্ব / 30.97; 76.51
দেশ ভারত
রাজ্যপাঞ্জাব
নামকরণের কারণরাজা রোকেশ্বরের ছেলে রূপসেন
হেডকোয়ার্টাররূপনগর বিধানসভা
সরকার
  জেলা প্রশাসকগুরনিত তেজ
আয়তন
  মোট১,৪৪০ বর্গকিমি (৫৬০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)‡[]
  মোট৬,৮৪,৬২৭
  জনঘনত্ব৪৮০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিকপাঞ্জাবী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-PB-RU
সাক্ষরতা৮২.১৯%
ওয়েবসাইটrupnagar.nic.in
শতদ্রু নদীর ধারে গবাদিপশু
শতদ্রু নদীর পাশে গুরুদুয়ারা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.