রুমা

রুমা প্রাচীন ভারতীয় হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত অন্যতম চরিত্র সুগ্রীবের পত্নী। রামায়ণের চতুর্থ সর্গ কিষ্কিন্ধ্যাকাণ্ডে তাঁকে উপস্থাপিত করা হয়েছে। রুমা ও সুগ্রীব একে-অপরের সাথে প্রেমে জড়িয়ে পড়ে ও তাঁরা বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে পোষণ করে। তবে, রুমার পিতা বিয়েতে বাদ সাধেন। অতঃপর, হনুমানের সহায়তা নিয়ে রুমাকে অপহরণ করে নিয়ে যান ও তাঁরা বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেন। দুই বানর ভ্রাতার কলহের খেসারতস্বরূপ বালী তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

রুমা
দাম্পত্য সঙ্গী
  • সুগ্রীব
  • বালী

রামের হাতে বালী নিহত হলে রুমাকে উদ্ধার করা হয় ও সুগ্রীবকে কিষ্কিন্ধ্যার স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করা হয়। রামের তীরে কপটতা ও অপ্রত্যাশিতভাবে হননের শিকারে পরিণত হলে বালী তাঁকে দোষারোপ করলে রাম তাঁকে সুগ্রীবের বিবাহিত পত্নী রুমাকে বলপূর্বক অপহরণ ও নিজের মনোরঞ্জনে ব্যবহারের শাস্তি হিসেবে হত্যা করতে বাধ্য হয়েছেন বলে জানান।[1][2][3]

তথ্যসূত্র

  1. Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
  2. Valmiki Ramayana translated by Ralph T. H. Griffith (1870–1874). Book IV.
  3. Ramayana. William Buck, B. A. van Nooten, Shirley Triest. University of California Press, 2000. আইএসবিএন ০৫২০২২৭০৩৪, 9780520227033
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.