রুবেন দিয়াস

রুবেন দোস সান্তোস গাতো আলভেস দিয়াস (পর্তুগিজ: Rúben Dias; জন্ম: ১৪ মে ১৯৯৭; রুবেন দিয়াস নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[1][2] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

রুবেন দিয়াস
২০১৯ সালে বেনফিকার হয়ে দিয়াস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রুবেন দোস সান্তোস গাতো আলভেস দিয়াস
জন্ম (1997-05-14) ১৪ মে ১৯৯৭
জন্ম স্থান আমাদোরা, পর্তুগাল
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৮, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩ সালে, দিয়াস পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

রুবেন দোস সান্তোস গাতো আলভেস দিয়াস ১৯৯৭ সালের ১৪ই মে তারিখে পর্তুগালের আমাদোরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

দিয়াস পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৬৩ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পর্তুগাল২০১৮
২০১৯১০
২০২০
২০২১১৩
২০২২
২০২৩
সর্বমোট৪৬

তথ্যসূত্র

  1. "Manchester City Squad Players" [ম্যানচেস্টার সিটির খেলোয়াড়]mancity.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩
  2. "Manchester City FC Squad Information 2022/2023 – Premier League" [ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২০২৩ – প্রিমিয়ার লিগ]premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.