রুড হুলিট
রুড হুলিট (Ruud Gullit, (ওলন্দাজ উচ্চারণ: [ˈryt ˈxɵlɪt] (শুনুন)) একজন ওলন্দাজ ফুটবলার ও ম্যানেজার। তিনি ১৯৮০ ও ১৯৯০ এর দশকে মধ্যমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পেশাদারী ফুটবল খেলতেন। তিনি নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল এর অধিনায়ক থাকাকালীন নেদারল্যান্ডস উয়েফা ইউরো ১৯৮৮ এ চ্যাম্পিয়ন হয়। এছাড়া তিনি ১৯৯০ ফিফা বিশ্বকাপ ও উয়েফা ইউরো ১৯৯২ এ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রুড হুলিট | ||||||||||||
জন্ম | ১ সেপ্টেম্বর ১৯৬২ | ||||||||||||
জন্ম স্থান | অ্যামস্টারডাম, নেদারল্যান্ড | ||||||||||||
উচ্চতা | ১.৯০ মি (৬ ফু ৩ ইঞ্চি)[1] | ||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠ / আক্রমণভাগ | ||||||||||||
যুব পর্যায় | |||||||||||||
১৯৬৭–১৯৭৫ | এএসভি মিরবয়েজ | ||||||||||||
১৯৭৫–১৯৭৯ | এএফসি ডিডব্লিউএস[2] | ||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||
১৯৭৯–১৯৮২ | এইচএফসি হার্লেম | ৯১ | (৩২) | ||||||||||
১৯৮২–১৯৮৫ | ফেয়েনুর্ড | ৮৫ | (৩০) | ||||||||||
১৯৮৫–১৯৮৭ | পিএসভি আইন্দোভেন | ৬৮ | (৪৬) | ||||||||||
১৯৮৭–১৯৯৩ | এসি মিলান | ১১৭ | (৩৫) | ||||||||||
১৯৯৩–১৯৯৪ | ইউ.সি. সাম্পডোরিয়া | ৩১ | (১৫) | ||||||||||
১৯৯৪ | এসি মিলান | ৮ | (৩) | ||||||||||
১৯৯৪–১৯৯৫ | ইউ.সি. সাম্পডোরিয়া | ২২ | (৯) | ||||||||||
১৯৯৫–১৯৯৮ | চেলসি ফুটবল ক্লাব | ৪৯ | (৪) | ||||||||||
মোট | ৪৬৫ | (১৭৫) | |||||||||||
জাতীয় দল | |||||||||||||
১৯৭৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ | ৪ | (১) | ||||||||||
১৯৮১–১৯৯৪ | নেদারল্যান্ডস | ৬৬ | (১৭) | ||||||||||
পরিচালিত দল | |||||||||||||
১৯৯৬–১৯৯৮ | চেলসি ফুটবল ক্লাব (player-manager) | ||||||||||||
১৯৯৮–১৯৯৯ | নিউক্যাসেল ইউনাইটেড | ||||||||||||
২০০৪–২০০৫ | ফেয়েনুর্ড | ||||||||||||
২০০৭–২০০৮ | লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি | ||||||||||||
২০১১ | টেরেক গ্রোজনি | ||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ম্যানেজার
ম্যানেজার হিসেবে পরিসংখ্যান
দল | দেশ | বছর | রেকর্ড | ||||
---|---|---|---|---|---|---|---|
ম্যাচ | জয় | ড্র | পরাজয় | জয় % | |||
চেলসি ফুটবল ক্লাব | ১৯৯৬–১৯৯৮ | ৮৩ | ৪১ | ১৮ | ২৪ | ৪৯.৪০ | |
নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব | ১৯৯৮–১৯৯৯ | ৫২ | ১৮ | ১৪ | ২০ | ৩৪.৬২ | |
ফেয়েনুর্ড | ২০০৪–২০০৫ | ৪২ | ২৩ | ৬ | ১৩ | ৫৪.৭৬ | |
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি | ২০০৭–২০০৮ | ১৯ | ৬ | ৫ | ৮ | ৩১.৫৮ | |
টেরেক গ্রোজনি | ২০১১ | ১৩ | ৩ | ৩ | ৭ | ২৩.০৮ | |
মোট | ২০৯ | ৯১ | ৪৬ | ৭২ | ৪৩.৫৪ |
তথ্যসূত্র
- "Ruud Gullit – Stats"। National-Football-Teams। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫।
- "Vader Gullit beschuldigt 'arrogante Ajacieden'"। Trouw.nl। ১ জুন ১৯৯৪। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৪।
বহিঃসংযোগ
পূর্বসূরী ইগর বেলানভ |
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার ১৯৮৭ |
উত্তরসূরী মার্কো ভ্যান বাস্তেন |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.