রুডিগার লিও উরবাঙ্কে
রুডিগার লিও উরবাঙ্কে (জার্মান - Rüdiger Leo Urbanke) একজন অস্ট্রীয় কম্পিউটার বিজ্ঞানী। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ১৯৯২ সালে মাস্টার্স এবং ১৯৯৫ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১১ সালে আইইইই কোজি কোবায়াশি কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন্স অ্যাওয়ার্ড এবং ২০১৪ সালে আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল লাভ করেন।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.