রিহ আল-আওরাস
রিহ আল-আওরাস (ফরাসি: Le Vent des Aurès, আরবি: ريح الاوراس, অনুবাদ 'আওরাসের বাতাস') একটি আলজেরীয় যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। ১৯৬৭ সালের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ লাখদার-হামিনা। এটি ১৯৬৭ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সেরা প্রথম কর্মের পুরস্কার জিতে নেয়।[1] ৫ম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও চলচ্চিত্রটি অংশগ্রহণ করেছিল।[2]
রিহ আল-আওরাস | |
---|---|
ريح الاوراس (আওরাসের বাতাস) | |
পরিচালক | মোহাম্মদ লাখদার-হামিনা |
রচয়িতা | তৌফিক ফারেস মোহাম্মদ লাখদার-হামিনা |
শ্রেষ্ঠাংশে |
|
সম্পাদক | হামিদ জেলৌলি লিয়াজিদ খোদজা |
মুক্তি | ১৯৬৭ |
দৈর্ঘ্য | ৯৫ মিনিট |
দেশ | আলজেরিয়া |
ভাষা | আরবি ও ফরাসি |
তথ্যসূত্র
- "Festival de Cannes: The Winds of the Aures"। কান চলচ্চিত্র উৎসব (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- "5th Moscow International Film Festival (1967)"। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১২।
বহিঃসংযোগ
- অলমুভিতে রিহ আল-আওরাস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিহ আল-আওরাস (ইংরেজি)
- আলোসিনেতে রিহ আল-আওরাস (ফরাসি)
- পোর্ট.এইচইউতে রিহ আল-আওরাস (হাঙ্গেরি)
- বক্স অফিস মোজোতে রিহ আল-আওরাস (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রিহ আল-আওরাস (ইংরেজি)
- লেটারবক্সডে রিহ আল-আওরাস (ইংরেজি)
- সুইডিশ ফিল্ম ইনস্টিটিউট ডাটাবেসে রিহ আল-আওরাস (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.