রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব (যুব)

রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিল হলো স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যেটি রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দল। এই ক্লাবটি দিভিসিওন দে অনারে গ্রুপ ৫-এ খেলে। রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং রায়ো ভায়েকানো

রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিল এ
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুতবল ইয়ুভেনিল "এ"
ডাকনামলস ব্লাঙ্কোস (সাদা)
লস মেরেঙ্গুয়েস (মেরিঙ্গু)
লস ভাইকিঙ্গস (ভাইকিং)
মাঠসিউদাদ রিয়াল মাদ্রিদ, ভালদেবেবাস,
মাদ্রিদ, স্পেন
ধারণক্ষমতা৬,০০০
অতিরিক্ত ৮০০ (গোলবারের পাশে)
সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
কোচ দানিয়েল পোয়াতোস আলগাবা
লিগদিভিসিওন দে অনার
২০১৭–১৮দিভিসিওন দে অনার, স্তর ৫, ৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

এই ক্লাবটি জাতীয় কোপা দে কাম্পেওনেস ইয়ুভেনিল এবং কোপা দেল রে ইয়ুভেনিল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় লীগের অবস্থানে ভিত্তিতে উয়েফা যুব লিগে উত্তীর্ণ হয়।

দলবয়সম্যানেজারকোচবিভাগলীগ
ইয়ুভেনিল এ১৭–১৯দানিয়েল পোয়াতোস আলগাবাদানিয়েল পোয়াতোস আলগাবাদিভিসিওন দে অনার (গ্রুপ ৫)
ইয়ুভেনিল বি১৬–১৮আলভারো বেনিতোআলভারো বেনিতোলিগা নাসিওনাল (গ্রুপ ১২)
ইয়ুভেনিল সি১৫–১৭মানুয়েল ফের্নান্দেজমানুয়েল ফের্নান্দেজপ্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ১)

ইয়ুভেনিল এ

বর্তমান দল

আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো মোহাম্মদ রামোস
গো আদ্রিয়ান ফের্নান্দেজ
মারিও দেল কাম্পো
দে লা ফুয়েন্তে
গোরকা ফিদালগো
ভিক্তর কাস্ত
মোহাম্মদ মুখলিস
নং অবস্থান খেলোয়াড়
মিগেল বায়েজা
লুইস ভাকাস
জোয়াকিন রদ্রিগেজ
আদ্রিয়ান মোরেনো
আন্তোনিও ব্লাঙ্কো
এলিওট গোমেজ
দিয়েগো এর্নান্দেজ
ইসমাইল আলভারেজ
প্রেদ্রো রুইজ

আরও দেখুন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.