রিয়াল বেতিস

রিয়াল বেতিস বালোম্পিয়ে (স্পেনীয় উচ্চারণ: [reˈal ˈβetis]; সাধারণত রিয়াল বেতিস অথবা শুধুমাত্র বেতিস নামে পরিচিত) হচ্ছে সেভিল ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। রিয়াল বেতিস তাদের সকল হোম ম্যাচ সেভিলের এস্তাদিও বেনিতো বিয়ামারিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬০,৭২০।[3] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুবি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আনহেল আরো। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় হোয়াকিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

রিয়াল বেতিস
পূর্ণ নামরিয়াল বেতিস বালোম্পিয়ে, এস.এ.ডি.
ডাকনামলস বের্দিব্লাঙ্কোস (সবুজ এবং সাদা)
বের্দেরোনেস (বড় সবুজ)
বেতিকোস
এলিওপলিতানোস (এলিওপলিতান)
লবোস (নেকড়ে)
এল গ্লোরিওসো (মহিমান্বিত)[1]
সংক্ষিপ্ত নামআরবিবি, বেতিস
প্রতিষ্ঠিত১২ সেপ্টেম্বর ১৯০৭ (12 September 1907)
সেবিয়া বালোম্পিয়ে হিসেবে
মাঠএস্তাদিও বেনিতো বিয়ামারিন
ধারণক্ষমতা৬০,৭২০[2]
সভাপতিস্পেন আনহেল আরো
প্রধান কোচচিলি মানুয়েল পেলেগ্রিনি
লিগলা লিগা
২০১৯–২০১৫তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, রিয়াল বেতিস এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি লা লিগা শিরোপা, ২টি কোপা দেল রে শিরোপা, ৭টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ১টি তেরসেরা ডিভিশন শিরোপা এবং ১টি কোপা দে আন্দালুসিয়া শিরোপা রয়েছে।

অর্জন

  • লা লিগা
    • চ্যাম্পিয়ন (১): ১৯৩৪–৩৫
  • কোপা দেল রে
    • চ্যাম্পিয়ন (২): ১৯৭৬–৭৭, ২০০৪–০৫
    • রানার-আপ (২): ১৯৩১, ১৯৯৬–৯৭
  • স্পেনীয় সুপার কাপ
    • রানার-আপ (১): ২০০৫
  • সেহুন্দা ডিভিশন
    • চ্যাম্পিয়ন (৭): ১৯৩১–৩২, ১৯৪১–৪২, ১৯৫৭–৫৮, ১৯৭০–৭১, ১৯৭৩–৭৪, ২০১০–১১, ২০১৪–১৫
    • রানার-আপ (৫): ১৯৫৫–৫৬, ১৯৬৬–৬৭, ১৯৮৯–৯০, ১৯৯৩–৯৪, ২০০০–০১
  • তেরসেরা ডিভিশন
    • চ্যাম্পিয়ন (১): ১৯৫৩–৫৪
  • কোপা দে আন্দালুসিয়া (বিলুপ্ত)
    • চ্যাম্পিয়ন (১): ১৯২৭–২৮
    • রানার-আপ (১৩): ১৯১৯–২০, ১৯২০–২১, ১৯২২–২৩, ১৯২৩–২৪, ১৯২৪–২৫, ১৯২৫–২৬, ১৯২৬–২৭, ১৯২৮–২৯, ১৯২৯–৩০, ১৯৩০–৩১, ১৯৩১–৩২, ১৯৩৮–৩৯, ১৯৩৯–৪০

তথ্যসূত্র

  1. "Archived copy"। ২০১২-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-১৮
  2. "New features for Benito Villamarín Stadium"www.realbetisbalompie.es (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-২৯
  3. Jones, Rich (২০১৯-০২-০৯)। "We ranked the top 10 stadium in La Liga - with a surprise No.1"mirror। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.