রিমো মুজতাঘ

রিমো মুজতাঘ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণীর এক উপপর্বতশ্রেণী বিশেষ।

রিমো মুজতাঘ
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭,৫১৬ মিটার (২৪,৬৫৯ ফুট)
স্থানাঙ্ক৩৫°০৮′২৭″ উত্তর ৭৭°৩৪′৩৯″ পূর্ব
ভূগোল
অবস্থানজম্মু ও কাশ্মীর, ভারত
মূল পরিসীমাকারাকোরাম পর্বতশ্রেণী

অবস্থান

রিমো মুজতাঘ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। এই পর্বতশ্রেণীর উত্তর দিকে রিমো হিমবাহ ও টেরাম শের হিমবাহ, উত্তরপূর্ব দিকে কারাকোরাম গিরিবর্ত্মসিয়াচেন মুজতাঘ, পূর্বদিকে শ্যোক নদী ও দেপসাং সমতলভূমি, দক্ষিণপূর্বে সাসের গিরিবর্ত্মসাসের মুজতাঘ, পশ্চিমদিকে নিম্ন সিয়াচেন হিমবাহনুব্রা উপত্যকা অবস্থিত।

বিতর্কিত অঞ্চল

রিমো মুজতাঘের দক্ষিণভাগের অংশ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হলেও পাকিস্তান এই অঞ্চলের অপর দাবী করে। রিমো পর্বতসহ রিমো মুজতাঘের উত্তরভাগের অংশ সিয়াচেনের অংশ হওয়ায় ভারতের অধিকৃত হলেও পাকিস্তান এই অঞ্চলের অপর দাবী করে।

পর্বতশৃঙ্গ

শৃঙ্গ উচ্চতা (মিটার) উচ্চতা (ফুট) স্থানাঙ্ক উদগ্রতা প্রথম আরোহণ আরোহণ (শৃঙ্গ জয়)
মামোস্টোং কাংরি ৭,৫১৬ ২৪,৬৫৯ ৩৫°০৮′২৭″ উত্তর ৭৭°৩৪′৩৯″ পূর্ব ১,৮০৩ ১৯৮৪ ৫ (০)
রিমো পর্বত ৭,৩৮৫ ২৪,২২৯ ৩৫°২১′২১″ উত্তর ৭৭°২২′০৫″ পূর্ব ১,৪৩৮ ১৯৮৮ ৩ (১)
রিমো পর্বত ৭,৩৭৩ ২৪,১৮৯
রিমো পর্বত ৭,২৩৩ ২৩,৭৩০ ৩৫°২২′২৯″ উত্তর ৭৭°২১′৪২″ পূর্ব ৬১৫ ১৯৮৫ ১ (১)
রিমো পর্বত ৭,১৬৯ ২৩,৫২০ ১৯৮৪

বহিঃসংযোগ

    • Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.
    • Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine-Style, Hodder and Stoughton, 1995.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.