রিমি সেন

রিমি সেন (জন্ম শুভামিত্রা সেন; ২১ সেপ্টেম্বর ১৯৮১) হলেন একজন ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মূলত তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের তেলুগু চলচ্চিত্র নি থডু কাভালী-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যবসাসফল চলচ্চিত্র হাঙ্গামাতে অভিনয় করেন। এছাড়াও রিমি বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ধুম সিরিজ এর প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন।

রিমি সেন
২০১৭ সালে রিমি
জন্ম
শুভামিত্রা সেন

(1981-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৮১
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০০-২০১১
২০১৫-২০১৬
উল্লেখযোগ্য কর্ম
ধুম, গোলমাল- ফান আনলিমিটেড

জীবনী

সেন ২০১২ সালে

সেন শুভমিত্র সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি বিদ্যা ভারতী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার স্কুল জীবন শেষ করেন। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।[1]

আপাতবাস্তব টিভি অনুষ্ঠান

বছর অনুষ্ঠান ভূমিকা
২০১৫
বিগ বস ৯
প্রতিযোগী - ৫০ দিনে উচ্ছেদ[2]

চলচ্চিত্রের তালিকা

বছরছলচ্চিত্রভূমিকাভাষাঅন্যান্য নোট
২০০২নি থডু কাভালিসিন্ধুতেলুগু
২০০৩হাঙ্গামাঅঞ্জলীহিন্দি
ভগবানপায়েল মালহোত্রাহিন্দি
২০০৪ধুমসুইটি দিক্ষীতহিন্দি
স্বপ্নের দিনআমিনাবাংলা
২০০৫আন্দারিভান্দুস্বেতাতেলুগু
গরম মশলাঅঞ্জলীহিন্দি
কিউ কিমায়াহিন্দি
দিওয়ানে হুয়ে পাগলতানিয়া/নাতাশা মুলচন্দানীহিন্দি
২০০৬ফির হেরা ফেরিঅঞ্জলীহিন্দি
গোলমাল: ফান আনলিমিটেডনিরালিহিন্দি
দোস্ত- মাই বেস্ট ফ্রেন্ডহিন্দিস্টালেড
ধুম ২সুইটি দিক্ষীতহিন্দিবিশেষ উপস্থিতি
২০০৭হ্যাট্রিককাশ্মিরাহিন্দি
জনি গাদ্দারমিনিহিন্দি
২০০৮দে তালিকার্তিকা/অঞ্জলীহিন্দি
২০০৯সঙ্কট সিটিমোনাহিন্দি
হর্ন 'ওকে' প্রিজরিয়া/সিয়া (দ্বৈত চরিত্র)হিন্দি
ইয়াহা কে হাম সিকান্দারহিন্দিস্থগিত
২০১১থ্যাঙ্ক ইউশিবানীহিন্দি
শাগ্রিদবর্ষা মাথুরহিন্দিরিমি হিসাবে জমা

তথ্যসূত্র

  1. "Rimi Sen: Acting cannot be taught"। smashits.com। ২৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১১
  2. "Rimi Sen in Bigg Boss 9 Double Trouble"The Times of India

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.