রিমা লাগু

রিমা লাগু (মারাঠি: रीमा लागु) (২১ জুন, ১৯৫৮ - ১৮ মে, ২০১৭) হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি অনেক মারাঠি ছায়াছবির পাশাপাশি হিন্দি ছবি এবং টেলিভিশন অনুষ্ঠান কাজ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে মারাঠি মঞ্চে উপস্থিত হয়ে কাজ করছেন। তিনি মারাঠি ধারাবাহিক "তুজা মজা জামিনা" প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

রিমা লাগু
रीमा लागु
জন্ম
নয়ন ভাদভাদে

(১৯৫৮-০৬-২১)২১ জুন ১৯৫৮
মৃত্যু১৮ মে ২০১৭(2017-05-18) (বয়স ৫৮)
মুম্বই, ভারত
অন্যান্য নামরিইমা, রিমা
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৮০–২০১৭

কর্মজীবন

রিমা লাগু ১৯৫৮ সালে নয়ন ভাদভাদে নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার মা একজন অভিনেত্রী মন্দাকিনী ভদাবদে নামে ছিলেন যিনি মারাঠি মঞ্চে নাটক লিকুরে উদান্দ জাহালে এর জন্য সুপরিচিত ছিলেন।[1]

১৯৭০ দশকের অথবা ১৯৮০ এর দশকের মধ্যে, তিনি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় শুরু করেন। তিনি মারাঠি অভিনেতা বিবেক লাগুকে বিয়ে করেন। বিয়ের পর তিনি তার নাম বদলে রিমা লাগু রাখেন। এই দম্পতি কয়েক বছর পরে আলাদা হয়ে যান। তাদের ম্রুসময়ি নামে একটি মেয়ে রয়েছে যিনি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনয় করে থাকেন।[2]

লাগু মারাঠি শো মানাছ মুজরা দেখা গেছে যে অনুষ্ঠানটিতে মারাঠি ব্যক্তিত্বদের সন্মানে করা হয়।[3]

পুরস্কার

মনোনয়ন
  • ১৯৯০- ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার - ম্যায়নে প্যায়ার কিয়া
  • ১৯৯১ - ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কারআশিকি
  • ১৯৯৫ - ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার হাম আপকে হ্যায় কন..!
  • ২০০০ - ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার বাস্তব: দ্যা রিয়েলিটি

টেলিভিশন

বছরশিরোনামভূমিকাচ্যানেলনোট
২০০৯দো হানসুন কা জোড়া
২০০৬কাদভি, খাটটি, মিঠঠিদেভকি
১৯৯৪ - ২০০০তু তু মে মেদেভকি
১৯৯৭দো অউর দো পাঁচ
১৯৯৪শ্রীমান শ্রীমতিকোকিলা কোকি
১৯৮৫খানদান (টিভি সিরিজ)
২০১৩তুজা মজা জামিনারিমা লিমায়ি

তথ্যসূত্র

  1. "ज्येष्ठ अभिनेत्री मंदाकिनी भडभडे यांचे निधन"eSakal.com। ৩ মে ২০১১। ২০ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানু ২০১২ज्येष्ठ अभिनेत्री रिमा लागू यांच्या त्या मातोश्री होत.
  2. "Hello Direction!"। সংগ্রহের তারিখ ৯ জানু ২০১২
  3. Nana to open personal life in Marathi

বহিঃসংযোগ

টেমপ্লেট:ইন্ডিয়ান টেলি পুরস্কার শ্রেষ্ঠ কৌতুকাভিনেত্রী

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.