রিদম (তামিল চলচ্চিত্র)
রিদম (তামিল: ரிதம்; বাংলা: সঙ্গীতের তাল) হচ্ছে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছিলেন বসন্ত এবং প্রযোজনা করেছিলেন ভি নেতারাজ। অভিনয় করেছিলেন অর্জুন সারজা এবং মীনা, এছাড়াও ছিলেন রমেশ অরবিন্দ এবং জ্যোতিকা। চলচ্চিত্রটির গানগুলোর সুরারোপ করেছিলেন এ আর রহমান, গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো।[2]
রিদম | |
---|---|
পরিচালক | বসন্ত |
প্রযোজক | পিরামিড নেতারাজ |
রচয়িতা | বসন্ত |
শ্রেষ্ঠাংশে | অর্জুন সারজা মীনা |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | পিএস বিনোদ (অতিরিক্ত চিত্রগ্রহণ) আর্থার এ উইলসন আর ডি রাজশেখর |
সম্পাদক | এ শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | পিরামিড ফিল্মস ইন্টারন্যাশনাল |
পরিবেশক | পিরামিড ফিল্মস ইন্তারন্যাশনাল |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
চলচ্চিত্রটির কাহিনী একজন বিধবা নারী আর একজন বিপত্নীক পুরুষের প্রেম নিয়েই আবর্তিত।[3]
সারাংশ
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেন কার্তিক, তার একটি স্ত্রী ছিলো যে মারা গেছে, স্ত্রীর নাম ছিলো অরুণা, অভিভাবক দ্বারা বিয়ে হলেও তার স্ত্রীকে তিনি ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী একদিন একটি রেল দূর্ঘটনায় মারা যান আর কার্তিক শোকে মুষড়ে পড়েন যদিও তিনি তার কর্ম করতে থাকেন।
কার্তিক মুম্বাই শহরে থাকেন, চিত্রা নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার নিজের ব্যাংক একাউন্ট খোলার সময় পরিচয় হয় এরপর একদিন ট্রেনে দেখা হয় চিত্রার সঙ্গে কার্তিকের। চিত্রা প্রথম প্রথম কার্তিকের সঙ্গে বন্ধুত্ব করতে না চাইলেও কার্তিকের ভালো মন-মানসিকতা দেখে একসময় রাজী হয়। চিত্রা বিধবা, তার স্বামী শ্রীকান্ত একটি সন্তান চিত্রার গর্ভে রেখে মারা যায়, কার্তিক পরে জানতে পারে যে তার স্ত্রী অরুণা আর চিত্রার স্বামী শ্রীকান্ত একই ট্রেনে উঠেছিলো।
কার্তিক আর চিত্রা বন্ধু থেকে প্রেমিক- প্রেমিকায় রূপান্তরিত হয় এবং শেষে বিয়ে করে।
অভিনয়ে
- অর্জুন সারজা - কার্তিক
- মীনা - চিত্রা
- রমেশ অরবিন্দ - শ্রীকান্ত
- জ্যোতিকা - অরুণা
- লক্ষ্মী - চিত্রার শাশুড়ি
- নাগেশ - কার্তিকের বাবা
তথ্যসূত্র
- "rediff.com, Movies: No kiss for this miss"। Rediff। ২০০০-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১১।
- "A.R.R. News and more!"। Indolink.com। ১৯৯৯-০১-০১। ২০১২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১১।
- HostOnNet.com। "BizHat.com — Rhythm Review"। Movies.bizhat.com। ২০১৪-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১১।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিদম (ইংরেজি)