রিচার্ড শ্রক

রিচার্ড রয়েস শ্রক একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ২০০৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

রিচার্ড রয়েস শ্রক
Richard R. Schrock during the Opening Ceremony of 44th International Chemistry Olympiad
জন্ম
রিচার্ড রয়েস শ্রক

(1945-01-04) ৪ জানুয়ারি ১৯৪৫
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, রিভারসাইড
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণজৈব রসায়ন, metathesis reaction
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ২০০৫
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহDuPont
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাJ. A. Osborn
TEDxRiverside এ রিচার্ড শ্রক বক্তৃতা দিচ্ছেন

জীবনী

তিনি ১৯৬৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, রিভারসাইড থেকে বিএ এবং ১৯৭১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৮০ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.