রিচার্ড লেস্টার
রিচার্ড লেস্টার লিবম্যান (ইংরেজি: Richard Lester Liebman; জন্ম: ১৯ জানুয়ারি ১৯৩২)[1] হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৬০-এর দশকে সঙ্গীতদল দ্য বিটল্সের সাথে কাজ করে এবং ১৯৮০-এর দশকে সুপারম্যান চলচ্চিত্র ধারাবাহিকে কাজ করে পরিচিতি অর্জন করেন।[2] তার নির্মিত যৌন উত্তেজক হাস্যরসাত্মক চলচ্চিত্র দ্য ন্যাক ...অ্যান্ড হাউ টু গেট ইট (১৯৬৫) কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পাল্ম দর অর্জন করে এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে স্বর্ণ ভল্লুকের মনোনয়ন লাভ করে। তার দ্য ব্যাড সিটিং রুম (১৯৬৯) ছবিটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে স্বর্ণ ভল্লুকের মনোনয়ন লাভ করে এবং সি.আই.ডি.এ.এল.সি. গান্ধী পুরস্কার অর্জন করে।
রিচার্ড লেস্টার | |
---|---|
Richard Lester | |
জন্ম | রিচার্ড লেস্টার লিবম্যান ১৯ জানুয়ারি ১৯৩২ |
মাতৃশিক্ষায়তন | পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৬০-১৯৯১ |
তথ্যসূত্র
- "Richard Lester | American filmmaker"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
- টঙ্গেট, পিটার (২১ মে ২০০৩)। "Lester, Richard"। সেন্সেস অব সিনেমা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিচার্ড লেস্টার (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে রিচার্ড লেস্টার
- রটেন টম্যাটোসে রিচার্ড লেস্টার (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.