রিচমন্ড মুতুম্বামি
রিচমন্ড মুতুম্বামি (জন্ম: ১১ জুন, ১৯৮৯) মাসিভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের উদীয়মান ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রালস, সাউদার্ন রক্স, সাউদার্ন, ওয়েস্টার্নসের হয়ে খেলেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-কিপারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিংয়ের সাথে ডানহাতে অফ-ব্রেক বোলিংয়েও পারদর্শী মুতুম্বামি। তার ভাই এ মুতুম্বামিও একজন ক্রিকেটার। এপ্রিল, ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[1]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | মাসভিঙ্গো, জিম্বাবুয়ে | ১১ জুন ১৯৮৯
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টেস্ট অভিষেক | ১৭ এপ্রিল ২০১৩ বনাম বাংলাদেশ |
শেষ টেস্ট | ৯ আগস্ট ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা |
ওডিআই অভিষেক | ২৪ জুলাই ২০১৪ বনাম আফগানিস্তান |
উৎস: Cricinfo, ১৫ আগস্ট ২০১৪ |
তথ্যসূত্র
- "Bangladesh in Zimbabwe Test Series, 1st Test: Zimbabwe v Bangladesh at Harare, Apr 17-20, 2013"। ESPN Cricinfo। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪।
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.