রিঙ্কি খান্না

রিঙ্কি খান্না (জন্ম রিঙ্কল খান্না ২৭ জুলাই ১৯৭৭) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও অভিনেতা রাজেশ খান্নার ছোট মেয়ে, অভিনেত্রী টুইঙ্কল খান্নার বোন ও অভিনেতা অক্ষয় কুমারের ছোট শ্যালিকা হন। ১৯৯৯ সালে ছায়াছবি প্যার মে কভি কভি দিয়ে ওনার অভিনয় জীবনের শুরু। প্রথম সিনেমা থেকে তিনি ওনার নাম পালটে রিঙ্কি খান্না রাখেন। ৮ই ফেব্রুয়ারি ২০০৩ উনি ব্যাবসায়ী সমীর সরনকে বিয়ে করেন এবং বর্তমানে যুক্তরাজ্যে স্বামী ও দুই সন্তানের সাথে বসবাস করেন।

রিঙ্কি খান্না
ঝঙ্কর বিট্স চলচ্চিত্রে রিঙ্কি
জন্ম (1977-07-27) ২৭ জুলাই ১৯৭৭
কর্মজীবন১৯৯৯-২০০৩
দাম্পত্য সঙ্গীসমীর সরন (বি. ২০০৩)
সন্তান
পিতা-মাতারাজেশ খান্না
ডিম্পল কাপাডিয়া

ছবির তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
১৯৯৯প্যার মে কভি কভিখুশিজি সিনে পুরস্কার - সেরা মহিলা আবির্ভাব
২০০০জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়টিনা
২০০১মুঝে কুছ কেহনা হ্যায়প্রিয়া
মজুনুহিনাতামিল চলচ্চিত্র
২০০২ইয়ে হ্যায় জালওয়ারিঙ্কি মিত্তাল
মাঙ্গো সুফলেকিরন
২০০৩প্রান যায়ে পার শান না যায়েসুমন
ঝঙ্কর বিটসনিকি
চামেলিনেহা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.