রাহুল দেব
রাহুল দেব (জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৬৮) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রাক্তন মডেল । তিনি মূলত হিন্দি, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, মালায়ালাম, ওড়িয়া, তামিল এবং তেলুগু ছবিতে কাজ করেন। [1] তিনি বিগ বস এর সিজন ১০ এর প্রতিযোগী ছিলেন।
রাহুল দেব | |
---|---|
জন্ম | রাহুল দেব কুশল ২৭ সেপ্টেম্বর ১৯৬৮ |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রীনা দেব (বি. ১৯৯৮–২০০৯; মৃত্যু পর্যন্ত) |
সঙ্গী | মুগ্ধা গোডসে |
সন্তান | ১ |
আত্মীয় | মুকুল দেব (ভাই) |
জীবনী
প্রাথমিক জীবন
রাহুল দেব এবং তার ভাই মুকুল দেব ছিলেন একজন পুলিশ অফিসারের ছেলে। [2]
কর্ম জীবন
তিনি ২০০০ সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। চ্যাম্পিয়ন চলচ্চিত্রে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন যার জন্য তিনি ২০০১ সালে ফিল্মফেয়ার সেরা খলনায়ক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি ২০১১ সালে পাঞ্জাবি মুভি ধরতিতে খলনায়কের ভূমিকায়ও উপস্থিত হয়েছিলেন। এরপরে তিনি অমল নীরাদের সাগর আলিয়াস জ্যাকি রিলোয়েডে খুনি শেখ ইমরানের ভূমিকায় অভিনয় করে মালায়ালাম সিনেমায় পা রাখেন।
২০১৩ সালের ডিসেম্বরে, দেব টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন, পৌরাণিক টিভি সিরিজ ডেভন কে দেব-মহাদেব -এ অরুনাসুরের ভূমিকায় অভিনয় করেছিলেন । [3] এছাড়া তিনি বিগ বস এর সিজন ১০ এর প্রতিযোগী ছিলেন।
ব্যক্তিগত জীবন
১৬ ই মে ২০০৯ দেবের স্ত্রী রিনা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এই দম্পতি ১১ বছর ধরে বিবাহিত দাম্পত্তি ছিলেন এবং তাদের এক পুত্র সন্তান রয়েছে। [4][5]
টিভি
বছর | প্রদর্শনী | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৫ | গেমস বন্ড | নিমন্ত্রণকর্তা | [6] |
২০১৩ | ডিভন কে দেব। । । মহাদেব | অরুনাসুর | [1] |
২০১৫-২০১৬ | পাওয়ার দম্পতি | প্রতিযোগী | মুগ্ধা গডসে সাথে [7] |
২০১৬ | সিআইডি: করো ইয়া মারো | কাটোরি দামতা | |
২০১৬-২০১৭ | বিগ বস 10 | প্রতিযোগী | [8] |
২০১৭ | দিল বোলে ওবেরয় | কালী ঠাকুর | [9] |
২০১৭-২০১৮ | টেস্ট কেস | নায়েব সুবেদার কিরপাল ভাট্টি | ওয়েব সিরিজ [10] |
২০২০ | হু ইজ ইওর ড্যাডি? | প্রেম গান | ওয়েব সিরিজ [11] |
পুরস্কার
- ২০০১: মনোনীত : ফিল্মফেয়ার সেরা খলনায়ক পুরস্কার-চ্যাম্পিয়ন
- ২০০৪: মনোনীত: ফিল্মফেয়ার পুরস্কার তেলুগু শ্রেষ্ঠ ভিলেন- সিমহারদি
- ২০০৪: বিজয়ী : জি সিনে অ্যাওয়ার্ড সেরা ভিলেন -ফুটপাথের
তথ্যসূত্র
- "Rahul Dev to play a villain on Devon Ke Dev Mahadev"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২০১৩-১১-২৯।
- "Rahul Dev and Mukul Dev's father dies at 91, Shah Rukh Khan, Manoj Bajpayee pay tribute"। Hindustani Times। এপ্রিল ২২, ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Rahul Dev's look in 'Devon Ke Dev… Mahadev"। The Times of India। ৭ ডিসে ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৭।
- Hungama, Bollywood। "Dinesh Hingoo Movies, News, Songs, Images, Interviews - Bollywood Hungama"।
- "Kamal Haasan to Tom Cruise: Here are 10 famous single proud daddies"। MyNation। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Star One to launch virtual reality game show 'Games Bond'"। জুন ৩, ২০০৫। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৬, ২০১৭।
- "Power Couple is all about love: Mugdha Godse"। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৯।
- "Bigg Boss 10"। Colors TV। সংগ্রহের তারিখ ২০১৬-১০-৩১।
- "ISHQBAAZ: Rahul Dev's role REVEALED in Dil Bole Oberoi and he is NOT Anika's Father"। ১০ ফেব্রুয়ারি ২০১৭। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১০।
- "Rahul Dev about The Test Case: Women are equally strong for combat roles"।
- "AltBalaji And Zee5 To Launch A New Show 'Who's Your Daddy' Starring Rahul Dev"। mumbailive। ১১ মার্চ ২০২০। ৩০ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাহুল দেব (ইংরেজি)
- ফেসবুকে Rahul Dev