রাস্পবিয়ান

রাস্পবিয়ান (ইংরেজি: Raspbian) রাস্পবেরি পাইয়ের জন্যে একটি ডেবিয়ান-ভিত্তিক গ্নু/লিনাক্স কম্পিউটার অপারেটিং সিস্টেম। রাস্পবিয়ানের বিভিন্ন সংস্করণ রয়েছে, যার মধ্যে আছে রাস্পবিয়ান স্ট্রেচ এবং রাস্পবিয়ান জেসি। ২০১৫ থেকে রাস্পবেরি পাই সিঙ্গল বোর্ড কম্পিউটারের জন্যে রাস্পবেরি পাই ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এটিই প্রাথমিক অপারেটিং সিস্টেম।[1] রাস্পবিয়ান মাইক থম্পসন ও পিটার গ্রিন কর্তৃক একটি স্বকীয় প্রকল্প হিসেবে তৈরি হয়েছিলো।[3] প্রাথমিক বিল্ড জুন ২০১২ সালে সম্পন্ন হয়।[4] অপারেটিং সিস্টেমটি এখনও সক্রিয় উন্নয়নের অধীনে আছে। লো-পারফরমেন্স এআরএম সিপিইউর জন্যে রাস্পবিয়ান খুবই উচ্চমাত্রায় অপ্টিমাইজড।

রাস্পবিয়ান
ডেভলপাররাস্পবেরি পাই ফাউন্ডেশন
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাচলমান
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তিরাস্পবিয়ান স্ট্রেচ উইদ পিক্সেল / ২০১৮-১০-০৯[1]
মার্কেটিং লক্ষ্যরাস্পবেরি পাই
ভাষাসমূহইংরেজি
হালনাগাদের পদ্ধতিএপিটি
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স কার্নেল)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসপিক্সেল,[2] এলএক্সডিই
লাইসেন্সফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স (প্রধানত জিপিএল)
ওয়েবসাইটwww.raspberrypi.org/software/operating-systems/
সহায়তার অবস্থা
সমর্থিত

রাস্পবিয়ান তার প্রধান ডেস্কটপ পরিবেশ হিসেবে অধুনা হালনাগাদ থেকে পিক্সেল ব্যবহার করছে। এটি পরিবর্তিত এলএক্সডিই ডেস্কটপ পরিবেশ ও ওপেনবক্স স্ট্যাকিং উইন্ডো ম্যানেজার সহিত গঠিত। এ ডিস্ট্রিবিউশনটি কম্পিউটার আলজেবরা প্রোগ্রাম ওলফ্র‍্যাম ম্যাথমেটিকা এবং মাইনক্রাফট পাই নামে মাইনক্রাফটের একটি সংস্করণের সাথে আসে, একই সাথে ক্রোমিয়ামের হালকা একটি সংস্করণও থাকে। [5]

তথ্যসূত্র

  1. "রাস্পবেরি পাইয়ের জন্যে রাস্পবিয়ান ডাউনলোড"RaspberryPi.org (ইংরেজি ভাষায়)।
  2. "ইন্ট্রুডিউসিং পিক্সেল"রাস্পবেরি পাই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৫
  3. "রাস্পবিয়ান - সম্পর্কে"www.raspbian.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৫
  4. "মূখ্যপৃষ্ঠা - রাস্পবিয়ান"www.raspbian.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-০৪
  5. "ইনট্রুডিউসিং পিক্সেল - রাস্পবেরি পাই"রাস্পবেরি পাই (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.