রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ

রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ (রুশ: Развитие капитализма в России) হচ্ছে ভ্লাদিমির লেনিন লিখিত ১৮৯৯ সালে প্রকাশিত একটি বই। এটি হলও রাশিয়ার অর্থনৈতিক বিকাশ নিয়ে একটি বৃহত বৈজ্ঞানিক গবেষণা, যা সরাসরি মার্কসের পুঁজি বইটির পূর্বানুসরণ। রাশিয়ার অর্থনীতি বিশ্লেষণ করে লেনিন নতুন প্রতিপাদ্যে মার্কসীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেন। বাস্তব তথ্যের ভিত্তিতে তিনি দেখান যে রাশিয়ায় পুঁজিবাদ শুধু শিল্পে নয়, কৃষিতেও জোরদার হচ্ছে।[1]

রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ
লেখকভ্লাদিমির লেনিন
মূল শিরোনামРазвитие капитализма в России
দেশরুশ সাম্রাজ্য
ভাষারুশ
প্রকাশনার তারিখ
১৮৯৯

রচনাকাল

বইটির খসড়া তৈরি হয়েছে ১৮৯৮ সালের আগস্ট মাসের মধ্যেই, তার পরের কয়েক মাস ধরে পাকাপাকি ভাবে লেখা হয়েছে।[2]

তথ্যসূত্র

  1. অবিচকিন, গ. দ.; অস্ত্রউখভা, ক. আ.; পানক্রাতভা, ম. ইয়ে.; স্মিনর্ভা, আ. প. (১৯৭১)। ভ্লাদিমির ইলিচ লেনিন সংক্ষিপ্ত জীবনী (১ সংস্করণ)। মস্কো: প্রগতি প্রকাশন। পৃষ্ঠা ৩৯।
  2. দাশগুপ্ত, অমল (২০১৩)। "কারাগারে ও নির্বাসনে"। কমরেড লেনিন (এনবিএ-র প্রথম সংস্করণ সংস্করণ)। কলকাতা: এনবিএ। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 978-81-7626-291-53 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.