রায়ান টেন ডেসকাট
রায়ান নিল টেন ডেসকাট (ইংরেজি: Ryan Neil ten Doeschate); (জন্ম: ৩০ জুন ১৯৮০) হলেন একজন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার যিনি নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। তিনি ২০০৩ সাল থেকে এসেক্স দলের হয়ে ক্রিকেট খেলছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রায়ান নিল টেন ডেসকাট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | পোর্ট এলিজাবেথ, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা | ৩০ জুন ১৯৮০|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | টেন্ডো[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৩০) | ৪ জুলাই ২০০৬ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৯ মার্চ ২০১১ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ২৭ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৩–বর্তমান | এসেক্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৫–বর্তমান | নেদারল্যান্ডস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০–বর্তমান | মাসোনাল্যান্ড ঈগল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০–২০১১ | ক্যান্টারবারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০–২০১১ | তাসমানিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–বর্তমান | কলকাতা নাইট রাইডার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২ | ইম্পালাস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২–বর্তমান | ওতাগো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩–বর্তমান | চিটাগং কিংস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: Cricinfo, 27 September 2013 |
প্রাথমিক জীবন
তিনি ১৯৯৮ সালে কেপ টাউন এর কাছাকাছি ফেয়ারবেইন কলেজে তিনি রাগবি ও ক্রিকেট উভয় খেলায় পারদর্শী ছিলেন।
১৯ ফেব্রুয়ারি ২০১২ হিসাবে, রায়ানের ৩৩ ম্যাচ থেকে ৬৭.০০ ওয়ানডে ব্যাটিং গড় রয়েছে। আর এখন এটি হল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটসমানের ১০ ইনিংসের সর্বোচ্চ ব্যাটিং গড়।
পরিসংখ্যান
কর্মজীবনের শ্রেষ্ঠ পারফরমেন্স
২০১১ সালের ফেব্রুয়ারি ২২ এর হিসাবে
ব্যাটিং | বোলিং | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | ফিক্সার | মাঠ | মৌসুম | স্কোর | ফিক্সার | মাঠ | মৌসুম | |
ওডিআই | ১১৯ | নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড | নাগপুর | ২০১১ | ৪–৩১ | নেদারল্যান্ডস বনাম কানাডা | নাইরোবী (রুয়া) | ২০০৭ |
টি২০আই | ৫৬ | নেদারল্যান্ডস বনাম কেনিয়া | বেলফাস্ট | ২০০৮ | ৩–২৩ | নেদারল্যান্ডস বনাম স্কটল্যান্ড | বেলফাস্ট | ২০০৮ |
এফসি | ২৫৯* | নেদারল্যান্ডস বনাম কানাডা | প্রিতোরিয়া | ২০০৬ | ৬–২০ | নেদারল্যান্ডস বনাম কানাডা | প্রিতোরিয়া | ২০০৬ |
এলএ | ১৩৪* | নেদারল্যান্ডস বনাম নামিবিয়া | বেনোনী | ২০০৯ | ৫–৫০ | এসেক্স ব গ্লুচেস্টারশায়ার | ব্রিস্টল | ২০০৭ |
টি২০ | ১০২ | এসেক্স ব মিডলসেক্স | লর্ডস | ২০১০ | ৪–২৪ | এসেক্স ব সারে | চেমসফোর্ড | ২০০৮ |
আন্তর্জাতিক শতক সমূহ
- একদিনের আন্তর্জাতিক শতকসমূহ
রায়ান টেন ডেসকাটের কদিনের আন্তর্জাতিক শতক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নম্বর | স্কোর | চার | ছয় | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | তারিখ | |
১ | ১০৯* | ৯ | ০ | বারমুডা | নাইরোবি, কেনিয়া | রুয়ারাকা স্পোর্টস ক্লাব গ্রাউন্ড | ৪ ফেব্রুয়ারি ২০০৭ | |
২ | ১০৬* | ৯ | ৩ | কেনিয়া | পোটছেস্টুম, দক্ষিণ আফ্রিকা | সেনউইস পার্ক | ১ এপ্রিল ২০০৯ | |
৩ | ১০৯* | ১০ | ৪ | কেনিয়া | নাইরোবি, কেনিয়া | নাইরোবি গ্যামখানা ক্লাব | ১৬ ফেব্রুয়ারি ২০১০ | |
৪ | ১১৯ | ৯ | ৩ | ইংল্যান্ড | নাগপুর, ভারত | বিদর্ভ ক্রিকেট আসোসিয়েশান স্টেডিয়াম | ২২ ফেব্রুয়ারি ২০১১ | |
৫ | ১০৬ | ১৩ | ১ | আয়ারল্যান্ড | কলকাতা, ভারত | ইডেন গার্ডেন্স | ১৮ মার্চ ২০১১ |
তথ্যসূত্র
- "Player Profile: Ryan ten Doeschate"। Cricinfo। ১৮ মে ২০১১। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.