রায়কোট ইউনিয়ন
রায়কোট ইউনিয়ন (উত্তর) বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন। সরকারী হিসেব মতে এই ইউনিয়ন ৩নং রায়কোট উত্তর ইউনিয়ন নামে পরিচিত।
রায়কোট | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() রায়কোট ![]() ![]() রায়কোট | |
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯১°১৪′৪৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ |
অবস্থান ও সীমানা
নাঙ্গলকোট উপজেলার উত্তর-পূর্বাংশে রায়কোট ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাঙ্গড্ডা ইউনিয়ন, পশ্চিমে পেড়িয়া ইউনিয়ন ও মক্রবপুর ইউনিয়ন, দক্ষিণে রায়কোট দক্ষিণ ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন ও মুন্সিরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
রায়কোট ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
- মাধ্যমিক বিদ্যালয়
- মাহিনী উচ্চ বিদ্যালয়
- লক্ষ্মীপদুয়া উচ্চ বিদ্যালয়
.রায়কোট উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষ্মীপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা সমূহ
.উত্তর মাহিনী লতিফিয়া মহিলা মাদ্রাসা
.দাসনাইপাড়া মহিলা মাদ্রাসা
- ছুপুয়া বাজার আশ্রাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা
খাল ও নদী
পূর্ব পাশে ডাকাতিয়া নদী।
হাট-বাজার
৮টি; যথা: মাহিনী বাজার, লক্ষীপদুয়া বাজার, ছুপুয়া বাজার, শান্তির বাজার, রায়কোট নতুন বাজার, জনতা বাজার, তালতলা বাজার ও অলিপুর বাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
রায়কোট উত্তর ইউনিয়ন অনেক জ্ঞানী গুনী ব্যাক্তি বর্গের জন্মস্থান।
১.মরহুম মাওলানা আব্দুল করিম মোল্লা
২. বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজুমদার
৩. মরহুম মাওলানা ইব্রাহিম
৪. মরহুম মাওলানা হাবিবুল্লাহ
৫. প্রফেসর রুহুল আমিন ভূইয়া
৬. মাষ্টার ছিদ্দিকুর রহমান
৭. মরহুম জয়নাল আবেদীন
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যানঃ মো. রফিকুল ইসলাম মজুমদার
সংরক্ষিত আসনের সদস্যঃ
১. মোসা. সাহেনা বেগম (১, ২ ও ৩ নং ওয়ার্ড)
২. আয়েশা সিদ্দিকা (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড)
৩. মুর্শিদা বেগম (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)
সাধারন আসনের সদস্যঃ
১নং ওয়ার্ড- মাহবুবুল হক
২নং ওয়ার্ড- শাহজাহান মিয়াজী
৩নং ওয়ার্ড- কামাল হোসেন
৪নং ওয়ার্ড- মো. নুরুল ইসলাম
৫নং ওয়ার্ড- নুরুল হক হাজারী
৬নং ওয়ার্ড- মো. মোস্তফা
৭নং ওয়ার্ড- জসিম উদ্দিন মোল্লা
৮নং ওয়ার্ড- মোহাম্মদ মাইন উদ্দিন মজুমদার
৯নং ওয়ার্ড- নজির আহাম্মদ