রাম সাগর এক্সপ্রেস

রামসাগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মেইল ট্রেন। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে বন্ধ হয়ে গেছে।[1]

রামসাগর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুদিনাজপুর রেলওয়ে স্টেশন
শেষবোনারপাড়া রেলওয়ে স্টেশন
রেল নং৫৯/৬০
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)

ইতিহাস

২০১০ সালের ডিসেম্বর মাসে বোনারপাড়া থেকে গাইবান্ধার উপর দিয়ে দিনাজপুর পর্যন্ত রেল রুটে চলাচল শুরু করে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। বোনারপাড়া রেলওয়ে জংশন ও গাইবান্ধার রেল যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ রংপুর, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনটি চালু করা হয়েছিল। সহজ ও আরামদায়ক ভ্রমনের জন্য এ ট্রেনটিতে যাত্রীদের যথেষ্ট ভীড় ছিল। এলাকাবাসীর চিকিৎসা, দিনাজপুর শিক্ষাবোর্ডের কাজ ও রংপুর বিভাগীয় শহরের কাজসহ নানা কাজে যাওয়ার সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। ২০১৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে ইঞ্জিন, বগী ও লোকবলের সংকট দেখিয়ে ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়।[2]

চলাচল এলাকা ও সময়সূচি

বন্ধ হয়ে যাওয়া মেইল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৬ টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালি ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেতো।[3]

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র

  1. "রাম সাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গাইবান্ধা রেল স্টেশনে মানববন্ধন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২
  2. "বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫ বছরেও চালু হয়নি ॥ যাত্রীদের চরম দুর্ভোগ"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২
  3. "রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সাঘাটার বোনারপাড়া স্টেশনে মানববন্ধন"Rajshahi News24 | রাজশাহী নিউজ 24। ২০২০-০২-০২। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.