রাম চাঁদ গোয়ালা

রাম চাঁদ গোয়ালা (১৪ সেপ্টেম্বর ১৯৪১ - ১৯ জুন ২০২০)[1] একজন বাংলাদেশী ক্রিকেটার ও প্রশিক্ষক। দেশের প্রথম বাঁহাতি স্পিনার হিসাবে পরিচিত রাম চাঁদ বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বয়সে প্রতিনিধিত্ব করার রেকর্ডের অধিকারী।[2]

রাম চাঁদ গোয়ালা
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৪১-০৯-১৪)১৪ সেপ্টেম্বর ১৯৪১
ময়মনসিংহ, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
মৃত্যু১৯ জুন ২০২০(2020-06-19) (বয়স ৭৮)
ময়মনসিংহ, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনবাম-হাতি
বোলিংয়ের ধরনবাম-হাতি স্পিন

জন্ম

রাম চাঁদ ১৯৪১ সালে ১৪ সেপ্টেম্বর তত্‌কালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ শহরের ব্রাক্ষ্মপল্লীতে জন্মগ্রহণ করেন।[1]

শিক্ষাজীবন

আর্থিক অনটনের কারনে আনন্দ মোহন কলেজে অধ্যয়নের সময় তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেননি।

খেলোয়াড়ী জীবন

১৪ বছর বয়সে পন্ডিতপাড়া ক্লাবের হয়ে ময়মনসিংহ লিগে খেলার সুযোগ পান। ১৯৬২ সালে ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে অভিষেক। ১৯৭৫ সালে মোহামেডানে যোগ দেন। পরে ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯২-৯৩ পর্যন্ত খেলেছেন আবাহনীতে। বাবার মৃত্যুর পর ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন। পরে আবার শুরু করেন। ১৯৭৫ সালে নাম লেখান মোহামেডানে। পরে ১৯৮১-৮২ মৌসুম থেকে ১৯৯২-৯৩ পর্যন্ত টানা খেলেছেন আবাহনীতে[3] আবহানী দলের হয়ে ১৫ বছর খেলার পাশাপাশি তিনি জাতীয় দলের হয়ে ৪৩ বছর বয়সে অভিষিক্তহন যা বাংলাদেশের পক্ষে রেকর্ড।[2] তিনি শ্রীলঙ্কা এবং পশ্চিমবঙ্গ দলের বিরুদ্ধে খেলেন।[4] ১৯৮২-৮৩ মৌসুমে বাংলাদেশের হয়ে খেলেন পশ্চিমবঙ্গের বিপক্ষে। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনদিনের ম্যাচে রানাতুঙ্গাকে বোল্ড করেছিলেন।[2][5] শেষবার খেলেছেন ৫৩ বছর বয়সে জিএমসিসির হয়ে। [3]

জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ তাঁর ছাত্র ছিলেন।[6]

পুরস্কার ও সম্মননা

তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন।[7]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা আর নেই"dhakatimes। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০
  2. "Ram Chand Goala passes away"thedailystar। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০
  3. "চলে গেলেন বাঁহাতি স্পিনের পথিকৃৎ রামচাঁদ গোয়ালা"bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০
  4. "Former Bangladesh cricketer Ramchand Goala passes away"espncricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০
  5. "অবহেলিতই থেকে গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ"ntvbd.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০
  6. "অবহেলিতই থেকে গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ"prothomalo.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০
  7. "BSPA Awardee"bspa। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.