রামপুর বাজার রেলওয়ে স্টেশন

রামপুর বাজার রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশন রামপুর,জগদীশবাটী ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে রেলযোগাযোগ পরিচালনা করে। রামপুর বাজার স্টেশনটি ২০০৪ সালে তৈরি করা হয়। কিছু গুরুত্বপূর্ণ ট্রেন (যেমন-গৌড় এক্সপ্রেস,মালদা টাউন-বালুরঘাট প্যাসেঞ্জার) রামপুর বাজার স্টেশনে থামে।[1]

রামপুর বাজার
ভারতীয় রেলওয়ে স্টেশন
অবস্থানজগদীশবাটী,দিনাজপুর জেলা,পশ্চিমবঙ্গ,ভারত
স্থানাঙ্ক২৫.৩৪৪৬° উত্তর ৮৮.৬৩০০° পূর্ব / 25.3446; 88.6300
উচ্চতা৩৩ মিটার (১০৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেলওয়ে
লাইনএকলাখী–বালুরঘাট শাখা রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূপৃষ্ঠ স্টেশন)
পার্কিংসহজলভ্য
অন্য তথ্য
অবস্থাচালু (সক্রিয়)
স্টেশন কোডRMPB
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ কটিহার রেলওয়ে বিভাগ
ওয়েবসাইটভারতীয় রেল
ইতিহাস
চালু২০০৪
বৈদ্যুতীকরণনা
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
উত্তর-পূর্ব সীমান্ত রেল
অবস্থান
রামপুর বাজার
রামপুর বাজারের অবস্থান
রামপুর বাজার
রামপুর বাজারের অবস্থান

তথ্যসূত্র

  1. "Rampur Bazar railway station"। Indian Rail Info।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.