রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন

রামপুরহাট রেলওয়ে স্টেশন, ( স্টেশন কোড আরপিএইচ ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের একটি রেলওয়ে স্টেশন। [1] এটি বীরভূম জেলার বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন | এই স্টেশনটি পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া বিভাগের (Howrah railway division) অন্তর্গত তৃতীয় ব্যস্ততম স্টেশন | এই স্টেশন থেকে প্রধানত কলকাতা , উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ ভারত যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। রামপুরহাট স্টেশনের মধ্য দিয়ে কিছু ট্রেন উত্তর ভারত ও পশ্চিম ভারত ও যাতায়ত করে। এটি ২৪.১০ ডিগ্রি উত্তর ৮৭.৪৭ ডিগ্রি পূর্বে অবস্থিত। [2] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৭ মিটার (১২১ ফুট)। নিকটতম গুরুত্বপূর্ণ রেলপথের স্টেশন হল সাঁইথিয়া জংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন, আসানসোল রেলওয়ে স্টেশন, দুমকা, নলহাটি জংশন, আজিমগঞ্জ জংশন, সাহেবগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন ৷

রামপুরহাট জংশন
ভারতীয় রেল স্টেশন
স্টেশনের প্রধান ভবন
অবস্থানরামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৪°১০′৪৫″ উত্তর ৮৭°৪৬′৫৫″ পূর্ব
উচ্চতা৩৭ মিটার (১২১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনসাহেবগঞ্জ লুপ
রামপুরহাট-জাসিডিহ রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ১৩
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডআরপিএইচ ( RPH)
অঞ্চল পূর্ব রেল
বিভাগ হাওড়া রেল বিভাগ
বৈদ্যুতীকরণহ্যাঁ
অবস্থান
মানচিত্র

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.