রামনারায়ণপুর ইউনিয়ন
রামনারায়ণপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার একটি ইউনিয়ন।
রামনারায়ণপুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদ | |
রামনারায়ণপুর রামনারায়ণপুর | |
স্থানাঙ্ক: ২৩°০′৭″ উত্তর ৯০°৫৬′২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | চাটখিল উপজেলা |
আয়তন | |
• মোট | ১২.১৪ বর্গকিমি (৪.৬৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২২,০১৭ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
রামনারায়ণপুর ইউনিয়নের আয়তন ১২.১৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামনারায়ণপুর ইউনিয়নের জনসংখ্যা ২২,০১৭ জন।
অবস্থান ও সীমানা
চাটখিল উপজেলার দক্ষিণাংশে রামনারায়ণপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে খিলপাড়া ইউনিয়ন; উত্তরে নোয়াখলা ইউনিয়ন ও হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন; পশ্চিমে সাহাপুর ইউনিয়ন, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ও দত্তপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
রামনারায়ণপুর ইউনিয়ন চাটখিল উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বৈকুণ্ঠপুর
- পূর্ব বৈকুণ্ঠপুর
- পশ্চিম বৈকুণ্ঠপুর
- ধর্মপুর
- গোমাতলী
- কালিকাপুর
- মাধবপুর
- উত্তর রাজারামঘোষ
- পাঁচঘরিয়া
- রুহিতখালী
- রামনারায়ণপুর
- কল্যাণ নগর
- কুন্দিস পাড়া
- উত্তর রামনারায়ণপুর
- ছোবহানপুর
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রামনারায়ণপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬৫.০%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদরাসা এবং ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়[2]
- চন্ডির দিঘীর পাড় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রুহিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্যাণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গোমাতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধবপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
- মাওলানা আরিফুর রহমান সুধারামী
সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল আওয়ামী পার্টি।
চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
যোগাযোগ ব্যবস্থা
চাটখিল উপজেলা হতে সিএনজি অথবা রিক্সা যোগে সহজেই ইউপি কমপ্লেক্সে আসা যায়।
দর্শনীয় স্থান
- দেওয়ানজি জমিদার বাড়ি
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[5]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ হারুন অর রশিদ | চেয়ারম্যান | |
নুর নবী | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
শাহ জামাল | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মনজুর হোসেন | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
আবু তাহের | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ দেলোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
আলমগীর হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মিজানুর রহমান | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
নাসির আহম্মদ | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোবারক উল্যা | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
বকুল আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
খোদেজা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[6]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আরিফুর রহমান সুধারামী | |
০২ | সফিকুল ইসলাম পাটওয়ারী | |
০৩ | আহম্মদ উল্যাহ | |
০৪ | আবুল কাশেম | |
০৫ | শাহ আলম চৌধুরী | |
০৬ | মোঃ লিয়াকত আলী ভুট্টু | |
০৭ | শাহ আলম চৌধুরী |
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "প্রাথমিক বিদ্যালয়সমূহ, রামনারায়ণপুর ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "খাল ও নদী, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "হাট-বাজারের তালিকা, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "বর্তমান পরিষদ, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, রামনারায়ণপুর ইউনিয়ন"। ramnarayanpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।