রাধিকা আপ্টে

রাধিকা আপ্টে (মারাঠি: राधिका आपटे; জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৮৫) ভারতএর একজন জনপ্রিয় অভিনেত্রী।.[2] রাধিকা অভিনয় করেছেন হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রাধিকা আপ্টে
২০১৮ সালে আপ্টে
জন্ম
রাধিকা আপ্টে

(1985-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৮৫
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীবেনেডিক্ট টেইলর (২০১২–বর্তমান)

প্রাথমিক জীবন

রাধিকা আপ্টে ১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর ভেলোরেতে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দু’জনেই ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ছিলেন। রাধিকা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বাবা-মা দু’জনেই পুণের নাম করা চিকিৎসক। [3]

রাধিকা নিজেও ভীষণ মেধাবী ছিলেন। পুণের ফার্গুসন কলেজ থেকে অর্থনীতি এবং অঙ্ক নিয়ে স্নাতন হন তিনি।[4]

পুণেতেই তাঁর বেড়ে ওঠা। অভিনয়-এর পাশাপাশি পড়াশোনা এবং নাচেও তিনি সমান পারদর্শী। আট বছর ধরে রোহিণী ভাটের কাছে তিনি কত্থক শিখেছেন।[5]

২০১১ সালে লন্ডনেই তাঁর স্বামী মিউজিসিয়ান বেনেডিক্ট ট্রেলরের সঙ্গে পরিচয়। বেনেডিক্টের সঙ্গে ডিসট্যান্ট রিলেশনশিপে রয়েছেন রাধিকা। ২০১৩ সালে বিয়ে করেন তাঁরা।

ক্যারিয়ার

নাচের পাশাপাশি ওই সময়ে রাধিকা পুণের থিয়েটার গ্রুপের সঙ্গেও যুক্ত হন। তারপর ফিল্মে যোগ দেওয়ার জন্য মুম্বই পাড়ি দেন তিনি। [6]

মুম্বইয়ের গোরেগাঁওয়ে একটি থিয়েটার কোম্পানিতে মাত্র আট হাজার টাকা মাইনের বিনিময়ে কাজে যোগ দেন তিনি। গোরেগাঁওয়ের একটি পুরনো বাড়ির ছোট ঘরে পেয়িং গেস্ট থাকতেন। তাঁর সঙ্গে রুম শেয়ার করতেন আরও অনেকেই।[7]

এক বছরের জন্য লন্ডনে গিয়ে কন্টেম্পোরারি ডান্স শেখার সিদ্ধান্ত নেন রাধিকা।

চলচ্চিত্র

অত্যন্ত পরিশ্রমী রাধিকার লক্ষ্য কিন্তু ছিল উঁচু তারে বাঁধা। আর তাই থিয়েটারের পাশাপাশি ফিল্মে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ২০০৯ সালে প্রথম ‘ঘো মালা আসলা হাভা’ নামে একটি মরাঠি কমেডি ফিল্মে সুযোগ পান। তারপর ‘শোর ইন দ্য সিটি’, ‘রক্তচরিত্র’, ‘আই অ্যাম’-এ অভিনয় করেন তিনি।[8]

অন্তহীন , মাঝি , তাছাড়া তিনি সুজয় ঘোষ এর একটি ছোট ডকুমেন্টারী অহল্যা তে অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা

চাবি
Films that have not yet been released নির্দেশ করে, যে ছবিগুলো এখনো মুক্তিপ্রাপ্ত নয়।
সাল নাম ভূমিকা ভাষা টীকা
২০০৫ বাহ্‌! লাইফ হো তো এইসি! অঞ্জলি হিন্দি
২০০৬ Darmiyan এক্তা হিন্দি সংক্ষিপ্ত চলচ্চিত্র
২০০৯ Antaheen Brinda Bengali
২০০৯ Samaantar Rewa Marathi
২০০৯ Gho Mala Asla Hava Savitri Marathi
২০১০ The Waiting Room Tina Hindi
২০১০ Rakht Charitra I Nandini Hindi / Telugu Nominated—Screen Award for Best Female Debut
২০১০ Rakht Charitra II Nandini Hindi / Telugu
২০১০ Vakratunda Swaha Unknown Bengali Short film
২০১১ I Am Natasha Hindi In the segment Abhimanyu
২০১১ Shor in the City Sapna Hindi
২০১২ Dhoni Nalini Tamil / Telugu Nominated—Vijay Award for Best Supporting Actress
Nominated—SIIMA Award for Best Actress in a Supporting Role
২০১২ Ha Bharat Maza Unknown Marathi
২০১২ Tukaram Aavli Marathi
২০১৩ Rupkatha Noy Sananda Bengali
২০১৩ That Day After Everyday Rekha Hindi Short film
২০১৩ All in All Azhagu Raja Meenakshi Tamil
২০১৪ Pendulum Nandita Bengali
২০১৪ Legend Jaidev's cousin Telugu
২০১৪ Postcard Gulzar Marathi
২০১৪ Vetri Selvan Sujatha Tamil
২০১৪ Lai Bhaari Kavita Marathi
২০১৫ Badlapur Kanchan (Koko) Hindi Nominated—Stardust Award for Best Supporting Actress
Nominated—Producers Guild Film Award for Best Actress in a Supporting Role
২০১৫ Haram Isha Malayalam
২০১৫ Hunterrr Tripti Gokhale Hindi
২০১৫ Lion Sarayu Telugu
২০১৫ Stories by Rabindranath Tagore Binodini Hindi TV series
Episode: "Chokher Bali"
২০১৫ Ahalya Ahalya Bengali Short film
২০১৫ Manjhi - The Mountain Man Phaguniya Hindi Nominated—Stardust Award for Performer of the Year (Editor's Choice)
২০১৫ Kaun Kitne Paani Mein Paro Hindi
২০১৫ The Bright Day Rukmini Hindi
২০১৫ X: Past Is Present Rija Hindi Segment Biryani
২০১৫ The Calling Shaheen English Short film
২০১৫ Parched Lajjo Hindi
২০১৬ Madly Archana Hindi Short film
Segment Clean Shaven
২০১৬ Phobia Mehak Hindi
২০১৬ Kriti Dr. Kalpana Hindi Short film
২০১৬ Kabali কুমুধাভাল্লি তামিল
২০১৬ Ula TBA তামিল কাজ চলছে
২০১৬ The Field রাধিকা ইংরেজি কাজ চলছে
২০১৬ Bombairiya মেঘনা হিন্দি কাজ চলছে
২০১৭ Bhavesh Joshi TBA Hindi Filming
২০১৭ The Ashram TBA English Filming

তথ্যসূত্র

  1. "Birth"
  2. "Radhika Apte- Anurag Kashyap bonding well"The Times of India। ১৯ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪
  3. "Parents"
  4. "Study"
  5. "Extra Curricular"
  6. "Theater"
  7. "Struggle"
  8. "Early Film"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.