রাধা কৃষ্ণ (চলচ্চিত্র)

রাধা কৃষ্ণ ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান[1] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন[2], রোজিনা, আনোয়ারা,[3] আমির সিরাজী[4] প্রমুখ। এতে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে আনোয়ারা ও গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

রাধা কৃষ্ণ
পরিচালকমতিন রহমান
প্রযোজকফজলুর রশিদ ঢালী
শ্রেষ্ঠাংশেইলিয়াস কাঞ্চন, রোজিনা, আনোয়ারা
পরিবেশকবনি পিকচারস
মুক্তি১৯৯২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শ্রেষ্ঠাংশে

সঙ্গীত

রাধা কৃষ্ণ ছায়াছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা

নংগানের শিরোনামকণ্ঠশিল্পীপর্দায় শিল্পী
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধাসাবিনা ইয়াসমিনরোজিনা

পুরস্কার

পুরস্কারবিভাগবিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীআনোয়ারা
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীসাবিনা ইয়াসমিন[5]

তথ্যসূত্র

  1. "চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানকে হুমকি"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৯ অক্টোবর ২০১৫। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬
  2. ইলা মুৎসুদ্দী (৩ এপ্রিল ২০১৪)। "জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬
  3. "কিংবদন্তি সেই মায়ের গল্প"ইত্তেফাক। ৫ জানুয়ারী ২০১৭। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  4. "সাড়ে ছয়শো চলচ্চিত্রের অভিনেতা আমির সিরাজী"দৈনিক ডেসটিনি। ঢাকা, বাংলাদেশ। ৩১ ডিসেম্বর ২০১২। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬
  5. "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। ২৪ জানুয়ারী ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.