রাধা কৃষ্ণ (চলচ্চিত্র)
রাধা কৃষ্ণ ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান।[1] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন[2], রোজিনা, আনোয়ারা,[3] আমির সিরাজী[4] প্রমুখ। এতে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে আনোয়ারা ও গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
রাধা কৃষ্ণ | |
---|---|
পরিচালক | মতিন রহমান |
প্রযোজক | ফজলুর রশিদ ঢালী |
শ্রেষ্ঠাংশে | ইলিয়াস কাঞ্চন, রোজিনা, আনোয়ারা |
পরিবেশক | বনি পিকচারস |
মুক্তি | ১৯৯২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
শ্রেষ্ঠাংশে
- ইলিয়াস কাঞ্চন
- রোজিনা
- আনোয়ারা
- আমির সিরাজী
সঙ্গীত
রাধা কৃষ্ণ ছায়াছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা।
নং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী |
---|---|---|---|
১ | বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা | সাবিনা ইয়াসমিন | রোজিনা |
পুরস্কার
পুরস্কার | বিভাগ | বিজয়ী |
---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | আনোয়ারা |
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী | সাবিনা ইয়াসমিন[5] |
তথ্যসূত্র
- "চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানকে হুমকি"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৯ অক্টোবর ২০১৫। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ইলা মুৎসুদ্দী (৩ এপ্রিল ২০১৪)। "জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন"। দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
- "কিংবদন্তি সেই মায়ের গল্প"। ইত্তেফাক। ৫ জানুয়ারী ২০১৭। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- "সাড়ে ছয়শো চলচ্চিত্রের অভিনেতা আমির সিরাজী"। দৈনিক ডেসটিনি। ঢাকা, বাংলাদেশ। ৩১ ডিসেম্বর ২০১২। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
- "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"। দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। ২৪ জানুয়ারী ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাধা কৃষ্ণ (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.