রাতইল ইউনিয়ন

রাতইল ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন[1][2]

রাতইল
ইউনিয়ন
৬ নং রাতইল ইউনিয়ন পরিষদ
রাতইল
রাতইল
বাংলাদেশে রাতইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাকাশিয়ানী উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮১৩২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন মধুমতি নদীর তীরে অবস্থিত।

প্রশাসনিক এলাকা

রাতইল ইউনিয়নে মোট ১১টি গ্রাম রয়েছে।

  1. ভাদুলিয়া
  2. চরচাপ্তা
  3. ঘোনাপাড়া
  4. চাপ্তা
  5. রাতইল
  6. চরভাটপারা
  7. শংকরপাশা
  8. পুরুলিয়া
  9. চরজারিরা
  10. ধানকোড়া
  11. পাথরঘাটা
  12. পারকরফা

আয়তন ও জনসংখ্যা

  • আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
  • লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
  • গ্রামের সংখ্যা – ১৯ টি।
  • মৌজার সংখ্যা – ৫ টি।
  • হাট/বাজার সংখ্যা -২ টি।

শিক্ষা

ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৮৫%। ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

  1. রাতইল আইডিয়াল কলেজ, রাতইল ইটভাটা
  2. রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. নায়েবুন্নেসা ইনস্টিটিউটশন, রাতইল
  4. ভাদুলিয়া আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  5. ভাদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. সয়েদুননেছা উচ্চ বিদ্যালয়, তিলছড়া
  7. ধানকোড়া উচ্চ বিদ্যালয়
  8. চর-ভাটপাড়া উচ্চ বিদ্যালয়
  9. চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. তাড়াইল উচ্চমাধ্যমিক বিদ্যালয়
  11. তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. পশ্চিম রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান

  1. মধুমতি নদী উত্তর পাসে
  2. রাতইল হর্টিকালচার সেন্টার

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  1. রকিবুল হাসান, প্রাক্তন ক্রিকেটার
  2. জয়া আহসান, অভিনেত্রী
  3. লিলি রানী বিশ্বাস,জাতীয় মহিলা দলের ক্রিকেটার

জনপ্রতিনিধি

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম দায়িত্বকাল
০১ মোঃ জালাল উদ্দিন ১০-০২-৯৮ - ০৯-০২-১০ইং
০২ সেলিম উজির ১৯৮৩ - ১৯৮৮ ইং
০৩ আঞ্জুরুল ইসলাম আঞ্জু ১৯৮৮ - ১৯৯৩ ইং
০৪ শাবান চেয়ারম্যন ১৯৯৩ - ১৯৯৮ ইং
০৬ ডেভিড সুরঞ্জন বিশ্বাস
০৭ বি এম হারুন অর রশিদ পিনু
০৭ আঞ্জুরুল ইসলাম আঞ্জু বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রাতইল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
  2. "কাশিয়ানী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.