রাতইল ইউনিয়ন
রাতইল ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
রাতইল | |
---|---|
ইউনিয়ন | |
৬ নং রাতইল ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() রাতইল ![]() ![]() রাতইল | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | কাশিয়ানী উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮১৩২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন মধুমতি নদীর তীরে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
রাতইল ইউনিয়নে মোট ১১টি গ্রাম রয়েছে।
- ভাদুলিয়া
- চরচাপ্তা
- ঘোনাপাড়া
- চাপ্তা
- রাতইল
- চরভাটপারা
- শংকরপাশা
- পুরুলিয়া
- চরজারিরা
- ধানকোড়া
- পাথরঘাটা
- পারকরফা
আয়তন ও জনসংখ্যা
- আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
- লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
- গ্রামের সংখ্যা – ১৯ টি।
- মৌজার সংখ্যা – ৫ টি।
- হাট/বাজার সংখ্যা -২ টি।
শিক্ষা
ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৮৫%। ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
- রাতইল আইডিয়াল কলেজ, রাতইল ইটভাটা
- রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নায়েবুন্নেসা ইনস্টিটিউটশন, রাতইল
- ভাদুলিয়া আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- ভাদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সয়েদুননেছা উচ্চ বিদ্যালয়, তিলছড়া
- ধানকোড়া উচ্চ বিদ্যালয়
- চর-ভাটপাড়া উচ্চ বিদ্যালয়
- চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তাড়াইল উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
- মধুমতি নদী উত্তর পাসে
- রাতইল হর্টিকালচার সেন্টার
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- রকিবুল হাসান, প্রাক্তন ক্রিকেটার
- জয়া আহসান, অভিনেত্রী
- লিলি রানী বিশ্বাস,জাতীয় মহিলা দলের ক্রিকেটার
জনপ্রতিনিধি
ক্রমিক | নাম | দায়িত্বকাল | |
---|---|---|---|
০১ | মোঃ জালাল উদ্দিন | ১০-০২-৯৮ - ০৯-০২-১০ইং | |
০২ | সেলিম উজির | ১৯৮৩ - ১৯৮৮ ইং | |
০৩ | আঞ্জুরুল ইসলাম আঞ্জু | ১৯৮৮ - ১৯৯৩ ইং | |
০৪ | শাবান চেয়ারম্যন | ১৯৯৩ - ১৯৯৮ ইং | |
০৬ | ডেভিড সুরঞ্জন বিশ্বাস | ||
০৭ | বি এম হারুন অর রশিদ পিনু | ||
০৭ | আঞ্জুরুল ইসলাম আঞ্জু | বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাতইল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- "কাশিয়ানী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.