রাজ্য সড়ক ৪এ (পশ্চিমবঙ্গ)

রাজ্য সড়ক ৪এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রাজ্য সড়ক।এই রাজ্য সড়কটি টুলিন থেকে ঝালদা পর্যন্ত গেছে।

রাজ্য সড়ক ৪এ
পথের তথ্য
দৈর্ঘ্য৩৯ কিমি (২৪ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:তুলিন
দক্ষিণ প্রান্ত:ঝালদা, পুরুলিয়া জেলা
মহাসড়ক ব্যবস্থা

রুট

রাজ্য সড়কটি তুলিন এর কাছে ১৮ নম্বর জাতীয় সড়ক (ভারত) থেকে উৎপন্ন হয়ে ঝালদা পর্যন্ত গেছে।এখানে এটি ৪ নং রাজ্য সড়ক এর সঙ্গে যুক্ত।সড়কটি চাস মোড় এ শেষ হয়েছে।এই রাজ্য সড়কটি ৩৯ কিলোমিটার দীর্ঘ।[1][2]

তথ্যসূত্র

  1. Google maps
  2. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.