রাজ্য সড়ক ২ (পশ্চিমবঙ্গ)

২ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ) হল ভারত এর পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্ব পূর্ণ রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে।এই রাজ্য সড়কটি বাঁকুড়া জেলা, হুগলি জেলাউত্তর চব্বিশ পরগনা জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এই রাজ্য সড়কটি ৩২৩ কিলোমিটার (২০১ মা) দীর্ঘ।

২ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ)
রাজ্য সড়ক ২
পথের তথ্য
দৈর্ঘ্য৩২৩ কিমি (২০১ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:বাঁকুড়া
প্রধান সংযোগস্থলএস এইচ ৪ খাতরা
SH 9 from Simlapal to Taldangra
SH 7 at Arambag
SH 15 from Champadanga to Tarakeswar
NH 19/ Durgapur Expressway at Singur
SH 13 (Delhi Road) from Baidyabati to Dankuni
Belghoria Expressway from Dankuni to Dunlop
SH 6 (Grand Trunk Road) at Bally
Barrackpore Trunk Road from Dunlop to Barrackpore
এস এইচ ১ from Barrackpore to Barasat
SH 3 at Khotapota
পর্যন্ত:মালনঞ্চ
অবস্থান
জেলাসমূহবাঁকুড়া জেলা, হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা
মহাসড়ক ব্যবস্থা
পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক
এসএইচ ১ এসএইচ ৩

রুট বা পথ

২ নং রাজ্য সড়কটি বাঁকুড়া শহর থেকে উৎপন্ন হয়ে খাতরা, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে উত্তরপাড়ার কাছে হুগলি নদী পাড় হয়ে দক্ষিণেশ্বর, ব্যারাকপুর হয়ে বারাসাত শহরে পৌঁছায়। এরপর সড়কটি বারাসাত, বসিরহাট, হাসনাবাদ হয়ে মালঞ্চতে শেষ হয়েছে।সড়কটি মোট কিলোমিটার পথ অতিক্রম করেছে।[1]

জেলা অনুযায়ী সড়কটির দৈর্ঘ্য

[2]
বাঁকুড়া জেলা (০-১১৭ কিমি)
হুগলি জেলা (১১৭-১৯৬ কিমি)
উত্তর চব্বিশ পরগনা জেলা (১৯৬-৩২৩ কিমি)

সড়কটির বিভিন্ন অংশ

২ নং রাজ্য সড়কটি বেশ কয়েকটি অংশে বিভক্ত ।এই অংশ গুলি নিচে ছকে দেওয়া [3][4][5] হল-

সড়ক অংশজেলাব্লকদৈর্ঘ্য (কিমি)
বাঁকুড়া-খাতরাবাঁকুড়া জেলাবাঁকুড়া ১ সমষ্টি উন্নয়ন ব্লক, ইন্দপুর ব্লক, হারবান্ধ সমষ্টি উন্নয়ন ব্লক, খাতরা সমষ্টি উন্নয়ন ব্লক৩০
খাতরা মোড়-তালডানগ্রা-চেনচুরাবাঁকুড়া জেলাসিমলাপাল ব্লক, তালডানগ্রা ব্লক২২
চেচুরা-বিষ্ণপুরবাঁকুড়া জেলাবিষ্ণপুর ব্লক২৪
বিষ্ণপুর বাইপাসবাঁকুড়া জেলা
বিষ্ণপুর-কোটুলপুরবাঁকুড়া জেলাজয়তিপুর ব্লক, কোটুলপুর ব্লক৩৬
কোটুলপুর-আরামবাগহুগলি জেলাগোঘাট ১, গোঘাট ২ , আরামবাগ ব্লক১৮
আরামবাগ-পুরশুরা-চম্পাডাঙওগাহুগলি জেলাপুরশুরা ব্লক, তারকেশ্বর ব্লক২১
চাম্পাডাঙ্গা-তারকেশ্বর-বিদ্যাবতীহুগলি জেলাহারিপাল সমষ্টি উন্নয়ন ব্লক,সিঙ্গুর সমষ্টি উন্নয়ন ব্লক৪০
বিদ্যাবতী-উত্তরপাড়াহুগলি জেলাশ্রীরামপুর উত্তরপাড়া১৮
উত্তরপাড়া-দক্ষিণেশ্বর-ডানলোপ-ব্যারাকপুরউত্তর চব্বিশ পরগনাব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক১২
ব্যারাকপুর-বারাসাতউত্তর চব্বিশ পরগনাবারাসাত ২ সমষ্টি উন্নয়ন ব্লক১৩
বারাসাত-বসিরহাট-হাসনাবাদউত্তর চব্বিশ পরগনাদেগঙ্গা সমষ্টি উন্নয়ন ব্লক, বসিরহাট ১, বসিরহাট ২৬৬
হাসনাবাদ-চৈতাল-মালঞ্চউত্তর ২৪ পরগনাহাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লাক২২

তথ্যসূত্র

  1. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬
  2. "Road - Highway"। Public Works Department, Government of West Bengal। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬
  3. "Bankura Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬
  4. "Hooghly Tehsil/ CD Block"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬
  5. "North 24 Parganas Tehsil/ CD Block"। Maps of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.