রাজা হাসান

রাজা হাসান (উর্দু: رضا حسن; জন্ম: ৮ জুলাই, ১৯৯২) পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণকারী পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন। দলে তিনি মূলত বোলার। কার্যকরী বামহাতি অর্থোডক্স স্পিনদোসরায় ব্যাটসম্যানদেরকে বিভ্রান্তিতে ফেলায় পারদর্শী।

রাজা হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরাজা হাসান
জন্ম (1992-07-08) ৮ জুলাই ১৯৯২
শিয়ালকোট, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৯)
৫ সেপ্টেম্বর ২০১২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টি২০আই৪ অক্টোবর ২০১২ বনাম শ্রীলঙ্কা
টি২০আই শার্ট নং১০০
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২৩ ৩২ ৪৪
রানের সংখ্যা ২৮৩ ৮৮ ৩৮
ব্যাটিং গড় ১৪.১৫ ৬.২৮ ১২.৬৬
১০০/৫০ ০/০ ০/১ ০/০ ০/০
সর্বোচ্চ রান * ৫০* ২৮* ১১*
বল করেছে ১৫৬ ৪,২১৪ ১,৭৪৫ ৯৮৯
উইকেট ৬৬ ৫১ ৫৯
বোলিং গড় ২৫.৬৬ ২৮.৩০ ২৪.৭৪ ১৬.৮৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ২/১৪ ৫/৬৮ ৫/৪২ ৪/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ১২/– ৯/ ১২/
উৎস: Cricinfo, ১০ অক্টোবর ২০১২
রাজা হাসান
পদক রেকর্ড
পুরুষদের ক্রিকেট
 পাকিস্তান-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০১০ গুয়াংজুদল

২০১০ সালে ইংল্যান্ড সফরে সাঈদ আজমলের সাথে তিনি দানিশ কানেরিয়ার স্থলাভিষিক্ত হন।[1] ইজাজ আহমেদের অনুপ্রেরণায় রাজার খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটে।[2] ২০১২ সালে ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে দলের সদস্য মনোনীত হন। সেপ্টেম্বর, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ সিরিজের প্রথম খেলায় তিনি দুই উইকেট পান। ১০ অক্টোবর, ২০১৪ তারিখে একই মাঠে ও একই দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[3]

তথ্যসূত্র

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.