রাজা চন্দ

রাজা চন্দ একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি বাংলা ভাষার চলচ্চিত্র এবং বাণিজ্যিক বিজ্ঞাপন চলচ্চিত্রগুলিতে মনোনিবেশ করেন। তিনি কলকাতার শীর্ষস্থানীয় বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতাদের একজন এবং ৪৫০+ বিজ্ঞাপন চলচ্চিত্র তৈরি করেছেন। তাঁর চলচ্চিত্রকারীর মধ্যে চ্যালেঞ্জ ২ , লে হালুয়া লে , রংবাজ এবং লক্ষ্য: চূড়ান্ত মিশন অন্তর্ভুক্ত রয়েছে । তিনি কলকাতা চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষস্থানীয় পরিচালক। [1]

রাজা চন্দ
রাজা চন্দ
জন্ম
রাজা

04/07/1970
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
পরিচিতির কারণ

চলচ্চিত্র তালিকা

পরিচালনা

সাল চলচ্চিত্র অভিনয়ে পুননির্মাণ
২০১২ চ্যালেঞ্জ ২ দেব, পূজা বোস চলচ্চিত্র: ডুকুডু
২০১৩ রংবাজ দেব, কোয়েল মল্লিক চলচ্চিত্র: চিরুঠা
২০১৫ বেশ করেছি প্রেম করেছি জিৎ, কোয়েল মল্লিক চলচ্চিত্র: সুরিন্দর ফিল্মস
২০১৬ কেলোর কীর্তি [[দেব (অভিনেতা)|(দেব(অভিনেতা), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,(মিঠুন মণ্ডল) [কৌশানী মুখোপাধ্যায়]], তামিল চলচ্চিত্র: চার্লি চ্যাপলিন
২০১৮ সুলতান জিৎ, মীম চলচ্চিত্র: ভেদালাম
২০১৮ বাঘ বন্দি খেলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিকা সেন চলচ্চিত্র: সুরিন্দর ফিল্মস
২০১৯ কিডনাপ দেব, রুক্মিণী মৈত্র
২০২০ ভয় অঙ্কুশ হাজরা, (মিঠুন মণ্ডল) ,নুসরাত ফারিয়া, মিঠুন মণ্ডল -

তথ্যসূত্র

  1. "Bengali Movie Director Raja Chanda"টাইমস অফ ইন্ডিয়া। ১১ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.