রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র

রাজারহাট নিউ টাউন (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালের আগে পর্যন্ত রাজারহাট (এসসি) বিধানসভা কেন্দ্র ছিল। ২০১১ সালের পর থেকে দুটি বিধানসভা কেন্দ্র হয়। ১.রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং ২.রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র।

রাজারহাট নিউ টাউন
বিধানসভা কেন্দ্র
রাজারহাট নিউ টাউন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রাজারহাট নিউ টাউন
রাজারহাট নিউ টাউন
রাজারহাট নিউ টাউন ভারত-এ অবস্থিত
রাজারহাট নিউ টাউন
রাজারহাট নিউ টাউন
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′০″ উত্তর ৮৮°৩১′০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১১৫
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৭. বারাসাত
নির্বাচনী বছর১৮৩,৭৯০ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১১৫ নং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রটি রাজারহাট এবং ১ থেকে ৬ এবং ১০ থেকে ১৩ পর্যন্ত ওয়ার্ড গুলি রাজারহাট গোপালপুর পুরসভা এর অন্তর্গত।[1]

রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রটি ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1] পূর্বে রাজারহাট (এসসি) কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্র এর অন্তর্গত ছিল।[2]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৬২রাজারহাটপ্রণব প্রসাদ রায়ভারতের কমিউনিস্ট পার্টি [3]
১৯৬৭এস.এন. দাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[4]
১৯৬৯রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[5]
১৯৭১খগেন্দ্রনাথ মণ্ডলভারতীয় জাতীয় কংগ্রেস[6]
১৯৭২খগেন্দ্রনাথ মণ্ডলভারতীয় জাতীয় কংগ্রেস [7]
১৯৭৭রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8]
১৯৮২রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9]
১৯৮৭রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10]
১৯৯১রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11]
১৯৯৬রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12]
২০০১তন্ময় মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [13]
২০০৬রবীন্দ্রনাথ মণ্ডলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [14]
২০১১রাজারহাট নিউ টাউনসব্যসাচী দত্তসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[15]

নির্বাচনী ফলাফল

২০১৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬:রাজারহাট নিউ টাউন কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস সব্যসাচী দত্ত ৯০,৬৭১ ৪৫.৫৮ -৩.৬৫
সিপিআই(এম) নরেন্দ্রনাথ

চ্যাটার্জী

৮১,৪৭৮ ৪০.৯৬ -৩.৫৪
বিজেপি নূপুর ঘোষ ১৭,৮৭৭ ৮.৯৮ +৬.৬৫
ডাব্লিউপিআই শেখ মহম্মদ সালিম ৩,০৮৭ ১.৫৫
বিএসপি ভাস্কর রায় ১,৯৯৮ ১.০০
নির্দল সমীর সরদার ১,৪৪৭ ০.৭২
উপরের কেউ না উপরের কেউ না ২,৩৩২ ১.১৭
সংখ্যাগরিষ্ঠতা ৮,৯২৩ ৪.৬২ -০.১১
ভোটার উপস্থিতি ১,৯৮,৮৯০ ৮৪.২৯ -৪.৯৫
নিবন্ধিত ভোটার ২,৩৫,৯৪৬
তৃণমূল কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -০.০৬

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের সব্যসচী দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর তাপস চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:রাজারহাট নিউ টাউন কেন্দ্র[15][16]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস সব্যসাচী দত্ত ৮০,৭৩৮ ৪৯.২৩ +১.৮৩#
সিপিআই(এম) তাপস চট্টোপাধ্যায় ৭২,৯৯১ ৪৪.৫০ -৫.৭৬
বিজেপি প্রিয়লাল দত্ত ৩,৮২৭ ২.৩৩
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এমডি. সালিম মক্কার ১,৪৭৪
নির্দল তপন কুমার পাল ১,১৫৯
নির্দল হিমাংশু মল্লিক ১,০৯৩
নির্দল গোপাল চক্রবর্তী ৮৮১
বিএসপি বাসুদেব নস্কর ৮৩৪
নির্দল কাশেম গাজি ৬৬৫
নির্দল অতিন কুমার রায় ৩৪
ভোটার উপস্থিতি ১,৬৪,০০০ ৮৯.২৪
তৃণমূল কংগ্রেস জয়ী (নতুন আসন)

১৯৭৭-২০০৬

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[14] সিপিআই (এম) এর রবীন্দ্রনাথ মণ্ডল রাজারহাট (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, তৃণমূল কংগ্রেসের তন্ময় মণ্ডলকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ তৃণমূল কংগ্রেসের তন্ময় মন্ডল সিপিআই (এম) এর রবীন্দ্রনাথ মণ্ডলকে পরাজিত করেন।[13] ১৯৯৬ সাল থেকে রবীন্দ্রনাথ মণ্ডল পাঁচটি বার জয়ী হন, ১৯৯৬ সালে কংগ্রেসের তন্ময় মণ্ডলকে পরাজিত করেন,[12] ১৯৯১ সালে কংগ্রেসের সুকুমার রায়কে,[11] ১৯৮৭ সালে কংগ্রেসের বিশ্বনন্দ নস্করকে,[10] ১৯৮২ সালে কংগ্রেসের তন্ময় মণ্ডলকে[9] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের অমলেন্দু শেখর নস্করকে পরাজিত করেন।[8][17]

১৯৬২-১৯৭২

১৯৭২[7] এবং ১৯৭১ সালে[6] কংগ্রেসের খগেন্দ্রনাথ মণ্ডল জয়ী হন। সিপিআই (এম) এর রবীন্দ্রনাথ মন্ডল ১৯৬৯ সালে জয়ী হন।[5] সিপিআই (এম) এর এস.এন. দাস ১৯৬৭ সালে জয়ী হন।[4] ১৯৬২ সালে সিপিআই এর প্রনব প্রসাদ রায় জয়ী হন।[3] এর আগে রাজারহাট কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (পিডিএফ)Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১০
  3. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  8. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  9. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  10. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  11. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  12. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  13. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  14. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  15. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  16. "West Bengal Assembly Election 2011"Rajarhat New Town (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১
  17. "91 - Rajarhat (SC) Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.