রাজারগাঁও উত্তর ইউনিয়ন
রাজারগাঁও উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
রাজারগাঁও উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
১নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ | |
রাজারগাঁও উত্তর রাজারগাঁও উত্তর | |
স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯০°৪৬′৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | হাজীগঞ্জ উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ২৯,৪৫৩ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
রাজারগাঁও উত্তর ইউনিয়নের আয়তন ৪,৫৪২ একর।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারগাঁও উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৯,৪৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩১৪ জন এবং মহিলা ১৬,১৩৯ জন। মোট পরিবার ৬,০১০টি।[1]
অবস্থান ও সীমানা
হাজীগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে রাজারগাঁও উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে দ্বাদশ গ্রাম ইউনিয়ন, দক্ষিণে বাকিলা ইউনিয়ন ও মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন ও উপাদী উত্তর ইউনিয়ন এবং উত্তরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
রাজারগাঁও উত্তর ইউনিয়ন হাজীগঞ্জ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাজীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজারগাঁও উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.৪%।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
রাজারগাঁও উচ্চ বিদ্যালয় এবং রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসা
কৃতি ব্যক্তিত্ব:
***মো: আবদুল হাদী মিয়া স্বর্ণপদক প্রাপ্ত ও সফল চেয়ারম্যান। ***মোঃ লোকমান হোসেন পাটাওয়ারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান। ***কাজী মোঃ মফিজুল ইসলাম সাবেক চেয়ারম্যান। ***মোঃ আবুল খায়ের তফাদার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান। ***মোঃ মকবুল হোসেন আখন্দ সাবেক কমিশনার ঢাকা সিটি কর্পোরেশন। ***মোঃ শাকীর আহমদ সুমন,(উপসচিব)।
***মোঃ আবদুল ওয়াহেদ মাষ্টার বিএবএড
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বোর্ড পরীক্ষক কুমিল্লা বোর্ড ***মোঃ ইকবাল হোসেন (বিসিএস)প্রশাসন ক্যাডার। ***মোঃ জাকির হোসেন (তথ্য)ক্যাডার। ***মোঃ সাইদুজ্জামান ইভান সহকারী পরিচালক প্রতিরক্ষা মন্ত্রণালয় ।*** মোঃ আতিকুর রহমান এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।