রাজাপুর ইউনিয়ন, বেলকুচি
রাজাপুর ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি উপজেলার একটি ইউনিয়ন। ৬৯৪৫ একর আয়তনের এই জনপদে প্রায় সাড়ে সাতচল্লিশ হাজার লোকের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান।
রাজাপুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ | |
রাজাপুর রাজাপুর | |
স্থানাঙ্ক: ২৪°২১′২৫″ উত্তর ৮৯°৪২′২২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
উপজেলা | বেলকুচি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোছাঃ ছনিয়া সবুর |
আয়তন | |
• মোট | ২৮.১০৫ বর্গকিমি (১০.৮৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৭,৫৯৬ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৯৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | rajapurup |
ভূগোল
বেলকুচি উপজেলার সর্ব উত্তরে অবস্থিত রাজাপুর ইউনিয়নের আয়তন ৬,৯৪৫ একর (২৮.১১ কিমি২)। ইউনিয়নটির উত্তরে রয়েছে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন, পশ্চিমে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন ও রায়দৌলতপুর ইউনিয়ন এবং দক্ষিণে বেলকুচি ইউনিয়ন ও বেলকুচি পৌরসভার অবস্থান। আর পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যা ও নদীভাঙনের শিকার হয়।
ইউনিয়নটিতে মোট ৫টি মৌজা রয়েছে; গ্রাম আছে ৩৬টি। গ্রামগুলো হল:[1]
প্রশাসনরাজাপুর ইউনিয়ন পরিষদ বেলকুচি উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[2] এছাড়াও পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছেন একজন সচিব। বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোছাঃ ছনিয়া সবুর।[3] রাজাপুর ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৫ আসনের আওতাধীন।[4] আব্দুল মমিন মন্ডল ২০১৯ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[5] প্রাক্তন চেয়ারম্যানবৃন্দইতঃপূর্বে রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন:[6]
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী রাজাপুর ইউনিয়নে মোট ৪৮,৩৩১ জন মানুষ বসবাস করে। এর মধ্যে সর্বাধিক ৮১৩১ জন রাজাপুর গ্রামে এবং সর্বনিম্ন ২২ জন নাকফাটা গ্রামে বসবাস করে।[1] ১৯৯১ সালে রাজাপুর ইউনিয়নের জনসংখ্যা ছিল ৪১,৯২৬ জন। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৭,৫৯৬ জনে, যার মধ্যে ২৪,৫৯২ জন ছিল পুরুষ এবং ২৩,০০৪ জন নারী।[7] আরও দেখুনতথ্যসূত্র
বহিঃসংযোগ |