রাজাপুর ইউনিয়ন, বেলকুচি

রাজাপুর ইউনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি উপজেলার একটি ইউনিয়ন। ৬৯৪৫ একর আয়তনের এই জনপদে প্রায় সাড়ে সাতচল্লিশ হাজার লোকের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান

রাজাপুর
ইউনিয়ন
২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ
রাজাপুর
রাজাপুর
বাংলাদেশে রাজাপুর ইউনিয়ন, বেলকুচির অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২১′২৫″ উত্তর ৮৯°৪২′২২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাসিরাজগঞ্জ জেলা
উপজেলাবেলকুচি উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমোছাঃ ছনিয়া সবুর
আয়তন
  মোট২৮.১০৫ বর্গকিমি (১০.৮৫১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৭,৫৯৬
  জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪০.৯৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটrajapurup.sirajganj.gov.bd

ভূগোল

বেলকুচি উপজেলার সর্ব উত্তরে অবস্থিত রাজাপুর ইউনিয়নের আয়তন ৬,৯৪৫ একর (২৮.১১ কিমি)। ইউনিয়নটির উত্তরে রয়েছে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন, পশ্চিমে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নরায়দৌলতপুর ইউনিয়ন এবং দক্ষিণে বেলকুচি ইউনিয়নবেলকুচি পৌরসভার অবস্থান। আর পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যা ও নদীভাঙনের শিকার হয়।

ইউনিয়নটিতে মোট ৫টি মৌজা রয়েছে; গ্রাম আছে ৩৬টি। গ্রামগুলো হল:[1]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.