রাজাকীলবক্কম
রাজাকীলবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত তাম্বরম মনোনয়ন শ্রেণীর পুরনিগমের পূর্ব তাম্বরমে এটি অবস্থিত৷ এই লোকালয়ের ডাক সংখ্যা ৬০০০৭৩৷[1]
রাজাকীলবক্কম ராஜகீழ்பாக்கம் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
![]() ![]() রাজাকীলবক্কম ![]() ![]() রাজাকীলবক্কম | |
স্থানাঙ্ক: ১২.৯২২৭৪৪° উত্তর ৮০.১৫১৭৪৪° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু জেলা |
মহানগর | চেন্নাই |
পৌরনিগম | তাম্বরম |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৭৩ |
বেলাচেরি থেকে আগত মাসমবক্কম মহাসড়ক রাজাকীলবক্কমে এসে বেলাচেরি-তাম্বরম মূল সড়কে এসে মিলিত হয়,[2] যা নূতনচেরিকেও সড়কপথে যুক্ত করেছে। মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে ৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লোকালয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহাবস্থান রয়েছে৷ এই লোকালয়ে রয়েছে একটি শিব মন্দির ও একটি মহামেরু মন্দির৷ এখানে বল্লাল সৈয়দ ইউসুফ নগরে রয়েছে একটি পুরাতন মসজিদ৷[3]
অবস্থান
রাজকীলবক্কমের উত্তর দিকে সেমবক্কম ও গৌরীবক্কম, দক্ষিণ দিকে মাসমবক্কম, পূর্ব দিকে সন্তোষপুরম ও পশ্চিম দিকে রয়েছে চেলায়ুর৷
তথ্যসূত্র
- http://www.pincodeindia.net/pin/600073.html%5B%5D
- https://www.thehindu.com/news/national/tamil-nadu/soil-tests-under-way-for-proposed-flyover-at-camp-road-and-madambakkam-junctions/article33796755.ece/amp/
- https://www.google.co.in/maps/%4037.0625,-95.677068,2z&ved=2ahUKEwi4hsaOvfHvAhVfzDgGHUmQBxUQFjABegQIBBAC&usg=AOvVaw3umma-O1sdSWKDgNQSdeHK%5B%5D
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.